পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি 浚 Sš তখন, বুদ্ধ, আর ভূতুম্ দুইজনে দুই নায়ে উঠিয়া বসিল । 1, দুই ভাইয়ের দুই ময়ুরপঙ্খী যে, পাশাপাশি ভাসিয়া চলিল । লোকজনে দেখিয়া বলে,-“ও মা ! এ আবার কি ?” বুদ্ধ বলে, ভূতুম, বলে,-“আমরা বুদ্ধ আর ভূতুম্!” বুদ্ধ, ভূতুম্ যায় । [ বুদ্ধ, আর ভূতুমের ময়ুরপঙ্খী। ] ( هلا ) আর, রাজপুত্রেরা ? রাজপুত্রদের ময়ুরপঙ্খী যাইতে যাইতে তিন বুড়ীর রাজ্যে গিয়া পৌছিল। অমনি তিন বুড়ীর তিন বুড়া পাইক আসিয়া নৌকা আটুকাইল । নৌকা আটকাইয়া তাহারা মাঝি-মাল্লা সিপাই-লস্কর সব শুদ্ধ পাঁচ রাজপুত্রকে থলে’র মধ্যে পুরিয়া তিন বুড়ীর কাছে নিয়া গেল। তাহাদিগে দিয়া তিন বুড়ী তিন সন্ধ্যা জল খাইয়া নাক | ডাকাইয়া ঘুমাইয়া পড়িল । ܬܐ ܒܬܐ অনেক রাত্রে, তিন বুড়ীর পেটের মধ্য হইতে রাজপুত্রেরা বলাবলি করিতে লাগিল,= *** -- § ※ 8N)