পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর আরম্ভ করিয়া দিল । ঢোল-ডগরের ডাহিনে ঘা দিলে হাটবাজার বসে, বঁায়ে ঘা দিলে হাট-বাজার ভাঙ্গিয়া যায়। বুদ্ধ, চােক বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল।-দোকানীরা দোকান উঠাইতে নামাইতে উঠাইতে-নামাইতে একেবারে হায়রাণ হইয়া গেল, আর পারে না । তখন সকলে বলিল। -“রাখুন, রাখুন, রাজকন্যার কৌটা নেন ; আমরা আর হাট করিতে চাহি না ।” বুদ্ধ, ঢোল-ডগরের বঁায়ে ঘা মারিল, হাট ভাঙ্গিয়া গেল । কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ, এবার আর কিন্তু ঢোলটি ছাড়িল না। ঢোলটি কঁাধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল,- “রাজকন্যা রাজকন্যা, ঘুমে আছ কি ? বরে’ নিতে ঢোল-ডগর নিয়ে এসেছি।” রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন,-“আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের-পাতার ফল আনিয়া দাও, খাইব ।” বুদ্ধ, বলিল,—“আচ্ছা।” রাজকন্যা কোঁটায় উঠিলেন। বুদ্ধ, ঢোল কঁধে কোটা হাতে গাছের-পাতার-ফল আনিতে চলিল । সেখানে গিয়া বুদ্ধ, দেখিল, গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধরও বড় লোভ হইল। কিন্তু, ও বাবা ! এক যে অজগর-গাছের গোড়ায় সেঁা সেঁ করিয়া সোসাইতেছে ! Co