পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

兹 一匈cq可可ff可一 Š • ভূতুম বুঝিল, এইবার বুদ্ধ, আসিতেছে। সে সূতা টানিয়া তুলিল। পাঁচ রাজপুত্র, সিপাই-লস্কর, মাল্লা-মাঝি, ময়ুরপঙ্খী, সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা-মাঝিরা, সারা সাবু করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ, গিয়া ময়ুরপঙ্খীর ছাদে বসিল, পেঁচা গিয়া ময়ুরপঙ্খীর মাস্তুলে বসিল । এবার সকলকে লইয়া ময়ুরপঙ্খী দেশে চলিল । ছাদের উপর বুদ্ধ, চোক মিট-মিটি করে আর মাঝে-মাঝে কৌটা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা কয়, হ’লের মাঝি, যে, রাজপুত্রদিগে এই খবর দিল । খবর পাইয়া তাহারা চুপ। --রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভূতুম আর বুদ্ধও ঘুমাইতেছে ; সেই সময় রাজপুত্রেরা চুপি-চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া, ঢোল-ডগর শিয়রে, বুড়ীর কঁথা-গায়ে বুদ্ধকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিলেন। ভূতুম, মাস্তুলে ছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধ, ভূতুম জলে পড়িয়া ভাসিয়া গেল । তখন কৌটা খুলিতেই, মেঘ বরণ চুল কুঁচ বরণ রাজকন্যা বাহির হইলেন । রাজপুত্রেরা বলিলেন,--“রাজকন্যা, এখন তুমি কা’র রাজকন্যা বলিলেন, “চােল-ডগর যা’র ” “ শুনিয়া রাজপুত্রেরা বলিলেন,-“ও ! তা” বুঝিয়াছি!— রাজকন্যাকে আটক কর ।” Ry G8. 浚