পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল, দেশভ্ৰমণে যাইবেন । রাজ্যের লোকের মুখ ভার হইল, রাণী আহার-নিদ্রা ছাড়িলেন ; কেবল রাজা বলিলেন,-“আচ্ছা, যাক।” তখন দেশের লোক দলে-দলে সাজিল, রাজা চার-অনুচর দিলেন, রাণী মণি-মাণিক্যের ডালা লইয়া আসিলেন । রাজপুত্র লোকজন, মণি-মাণিক্য, চর-অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নূতন পোষাক পরিয়া, নূতন তারোয়াল বুলাইয়া, N রাজপুত্ৰ দেশভ্ৰমণে বাহির হইলেন । ** 浚