পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর浚 S ( & ) যাইতে, যাইতে, যাইতে, যাইতে, কত দেশ, কত পৰ্ব্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্ৰ এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন । দেখেন, বনে প”খ-পাখালীর শব্দ নাই, বাঘ-ভালুকের সাড়া নাই। —রাজপুত্ৰ চলিতে লাগিলেন। চলিতে চলিতে, অনেক দূর গিয়া রাজপুত্র দেখেন, বনের মধ্যে এক যে রাজপুরী-রাজপুরীর সীমা । অমন রাজপুরী রাজপুত্র আর কখনও দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন । রাজপুরীর ফটকের চুড়া আকাশে ঠেকিয়াছে। ফটকের দুয়ার বন জুড়িয়া আছে। কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারী নাই । রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়া দেখেন, পুরী যে পরীক্ষার, যেন দুধে ধোয়া,-ধৰ্ব্ব ধব করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জন-মানুষ নাই, কোন কিছুর সাড়া-শব্দ পাওয়া যায় না,- পুরী নিভাজ, নিঝুম—পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না । রাজপুত্র আশ্চৰ্য্য হইয়া গেলেন। জািত রাজপুত্র এদিক দেখেন, ওদিক দেখেন, পুরীর চারিদিক দেখিতে লাগিলেন । Vo ,