পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি (v) ) (দখিতে, দেখিতে, দেখিতে, দেখিতে, কত বচ্ছর চলিয়া গেল। রাজকন্যার আর ঘুম ভাঙ্গে না, রাজপুত্রের চক্ষে আর পলক পড়ে না |* রাজকন্যা অঘোরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন । হঠাৎ একদিন রাজপুত্র দেখেন, রাজকন্যার শিয়রে এক সোণার কাটী। রাজপুত্র আস্তে আস্তে সোণার কাটী তুলিয়া লইলেন। সোণার কাটী তুলিয়া লইতেই দেখেন, আর এক দিকে এক রূপার কাটী। রাজপুত্র আশ্চৰ্য্য হইয়া রূপার কাটীও তুলিয়া লইলেন । দুই কাটী হাতে লইয়া রাজপুত্ৰ নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন । দেখিতে দেখিতে, সোণার কাটীটি কখন টুক্‌ করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুইয়া গেল!! আমনি পদ্মের বন ‘শিউরে’ উঠিল, সোণার খাট নড়িয়া উঠিল, সোণার পাঁপড়ি ঝরিয়া পড়িল, রাজকন্যার হাত হইল, পা হইল ; গায়ের ও আলস, ভাঙ্গিয়া, চোকের পাতা কচ লাইয়া । ঘুমন্ত রাজকন্য। চমকিয়া উঠিয়া বসিলেন। "স্ভ"

  • ছবি ৬৩ পৃষ্ঠায়