এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
—দুধের সাগর ( & ) রাজপুত্র রাজা হইলেন। রাজা রাজপুত্রের কাঞ্চনমালা রাণী, ভাণ্ডার ভরা মাণিক,-কোথাকার রাখাল, সে আবার বন্ধু! রাজপুত্রের রাখালের কথা মনেই রহিল না। একদিন রাখাল আসিয়া রাজদুয়ারে ধর্ণা দিল-“বন্ধুর রাণী কেমন, দেখাইল না।” দুয়ারী তাহাকে “দূর, দূর” করিয়া খেদাইয়া দিল । মনের কষ্টে রাখাল কোথায় গেল, কেহই জানিল না । ( ७ ) পরদিন ঘুম হইতে উঠিয়া রাজা চােক মেলিতে পারেন না । কি হইল, কি হইল ?—রাণী দেখেন, সকলে দেখে, সূচ-রাজা ܠ ܐܘܟܝܢ রাজার মুখময় সুচি, গা-ময় সুচ,-মাথার চুল পৰ্য্যন্ত সূচি হইয়া গিয়াছে। এ কি হইল!--রাজপুরীতে কান্নাকাটি পড়িল । ŞIK 一 ܐ 浚 ዓo