পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--দুধের সাগর— 多 ফেলিয়া দিয়া চলিয়া যান । বাড়ী আসিয়া সুয়োরিাণী বলিল,-“দুয়োরিাণী তো জলে ডুবিয়া মরিয়াছে।” ● রাজা তাহাই বিশ্বাস করিলেন । রাজপুরীর লক্ষ্মী গেল, রাজপুরী আঁধার হইল ; মা-হারা শীত-বসন্তের দুঃখের সীমা রহিল না । টিয়া হইয়া দুঃখিনী দুয়োরিাণী উড়িতে উড়িতে আর-এক রাজার রাজ্যে গিয়া পড়িলেন । রাজা দেখেন, সোণার টিয়া । রাজার এক টুকটুকে মেয়ে, সেই মেয়ে বলিল,-“বাবা, আমি সোণার টিরা নিব।” টিয়া-দুয়োরিাণী রাজকন্যার কুছে সোণার পিঞ্জরে রহিলেন । ( & ) দিন যায়, বছর যায়, সুয়োরিাণীর তিন ছেলে হইল । ও মা ! এক-এক ছেলে যে, বীশের পাতা—পাট-কাটী, ফুল দিলে উড়ে, ছুইতে গেলে মরে ! সুয়োরিাণী কঁাদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল । পাট-কাটী তিন ছেলে নিয়া সুয়োরিাণী গুমরে গুমুরে আগুনে পুড়িয়া ঘর করে। মন-ভরা জ্বালা, পেট-ভরা হিংসা, – আপনার ছেলেদের থালে পাঁচ পরমান্ন অষ্টারন্ধন, ঘিয়ে চপ, চপ, পঞ্চব্যঞ্জন সাজাইয়া দেন ; শীত-বসন্তের পাতে আলুণ আতেল কড়কড়া ভাত সড়সড়া চা’ল শাকের উপর ছাইয়ের তাল ா