—দুধের সাগর该 NIK শেষে, একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে ; কিছুই জানে না, শোনে না, বাড়ীতে আসিতেই রণমূৰ্ত্তি সৎ-মা তাহাদিগে গালি-মন্দ দিয়া খেদাইয়া দিল ! তাহার পর রাণী, বঁাশ-পাতা ছেলে তিনটাকে আছাড় মারিয়া থুইয়া, উথাল-পাথাল করিয়া এ জিনিস ভাঙ্গে ও জিনিস চুরে ; আপন শাখায় চুল ছিড়ে, গায়ের আভরণ চুড়িয়া মারে। দাসী, র্যাদী, গিয়া রাজাকে খবর দিল । সুয়োরিাণীর ডরে। থয় থর থয় করে’— রাজা আসিয়া বলিলেন,-“এ কি ?” রাণী বলিল,-“কি ! সতীনের ছেলে, সেই আমাকে গ’ল- মন্দ দিল ! গীত-বসন্তের রক্ত নাহিলে আমি নাইব না ?” অমনি রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলেন,-**ীতবসন্তকে কাটিয়া রাণীকে রক্ত আনিয়া দাও।” শীত-বসন্তের চোকের জল কে দেখে ! জল্লাদ শীত-বসন্তকে বঁাধিয়া নিয়া গেল । ( ܘܢ ) এক বনের মধ্যে আনিয়া, জল্লাদ, শীত-বসন্তের রাজপোষাক খুলিয়া, বাকল পরাইয়া দিল । - KV. শীত বলিলেন,-“ভাই, কপালে এই বসন্ত বলিলেন,-“দাদা, আমরা কোথায় যাব ?” NIK 一 ※ سیاسی
পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।