পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র ঝুলি কিন্তু দক্ষিণাবাবুকে ধন্য ! তিনি ঠাকুরমা’র মুখের কথাকে ছাপার অক্ষরে তুলিয়া পুতিয়াছেন তবু তাহার পাতাগুলি ' প্ৰায় তেমনি সবুজ, তেমনি তাজাই রহিয়াছে। রূপকথার সেই বিশেষ ভাষা, বিশেষ রীতি, তাহার সেই প্রাচীন সরলতাটুকু তিনি যে এতটা দূর রক্ষা করিতে পারিয়াছেন, ইহাতে তাহার সূক্ষ্ম রসবোধ ও স্বাভাবিক কলানৈপুণ্য প্ৰকাশ পাইয়াছে। এক্ষণে আমার প্রস্তাব এই যে, বাংলা দেশের আধুনিক দিদিমাদের জন্য অবিলম্বে একটা স্কুল খোলা হউক এবং দক্ষিণাবাবুর এই বইথানি অবলম্বন করিয়া শিশু-শয়ন-রাজ্যে পুনর্বাের তঁাহারা নিজেদের গৌরবের স্থান অধিকার করিয়া বিরাজ করিতে থাকুন। (Hআলপুর c ToC* Gjà, Svo >8 గ్రశeNYశ 2 "لك يومي easterests

  • বিশ্বকবির প্রতিকৃতি-৮ম পৃষ্ঠায়।

R