পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

浚 তখন রাজকন্যার টিয়া বলিল,- “রাজকন্যা রূপবতী নােম খুয়েছে মায়। গজা(মাতি হ’ত শোভা ষোল-কলায়। না আনিল গজমোতি, কেমন এল বর ? রাজকন্যা রূপবতীর ছাইয়ের স্বয়ম্বর ” শুনিয়া, রূপবতী রাজকন্যা গায়ের আভরণ, পায়ের নূপুর, ময়ুরপেখম, কাণের দুল ছুড়িয়া, ছিড়িয়া, মাটিতে লুটাইরা পড়িলেন । কিসের স্বয়ম্বর, কিসের কি ! রাজপুত্রদের সভায় খবর গেল, রাজকন্যা রূপবতী স্বয়ম্বর করিবেন না ; রাজকন্যার পণ, যে রাজপুত্র গজমোতি আনিয়া দিতে পরিবেন, রাজকন্যা তাহার হইবেন-না পারিলে রাজকন্যার নফয় হইয়া থাকিতে হইবে । সকল রাজপুত্র গজমোতির সন্ধানে বাহির হইলেন। কত রাজ্যের কত হাতী আসিল, কত হাতীর মাথা কাটা গেল-যে-সে। হাতীতে কি গজমোতি থাকে ? গাজমোত্তি পাওয়া গেল না । রাজপুত্রেরা শুনিলেন সমুদ্রের কিনারে হাতী, তাহার মাথায় গজমোতি । সকল রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেলেন । 69ܓܐ সমুদ্রের ধারে যাইতে-না-যাইতেই একপাল হাতী আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলিল, অনেক রাজপুত্রের হাত গেল, Х Soyo