পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর浚 সারী উত্তর করিল,— "দুধ-মুকুটে" ধবল পাহাড় ক্ষীর-সাগরের পাড়ে, গজমোতির রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে। আলোর তলে পদ্মপাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোণা-র কমল।” শুক কহিল,- “সেই সোণার কমল, সেই গজমোতি কে আনবে তুলে’ কে পাবে রূপবতী।” শুনিয়া বসন্ত বলিলেন,- “শুক সৗরী মেসে মাসী কি বলুছিস্ বলুআমি আনবো গজমোতি সোণার কমল ৷” শুক সারী বলিল,—“আহা বাছা, পারিবি ?” বসন্ত বলিলেন, “পারিব না তো কি !” শুক বলিল,—“তবে, মুনির কাছে গিয়া ত্ৰিশূলটা চা।” সারী বলিল,-“শিমুল গাছে কাপড়-চোপড় আছে, মুকুট আছে, তাই নিয়া যা।” বসন্ত মুনির কাছে গেল। গিয়া বলিল,-“বাবা, अभि গজমোতি আর সোণার কমল আনিব, ত্ৰিশূলটা দাও।” উক্ত = : মুনি ত্ৰিশূল দিলেন। Soo ※