এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-দুধের সাগর গজুমোতির জ্বলজ্বলে’ আলো ঝরঝর করিয়া পড়িতেছে। গজএমোতির আলোতে ক্ষীর-সাগরে হাজার চাদের মেলা, পদ্মের বনে পাতে-পাতে সোণার কিরণ থেলা । দেখিয়া, বসন্ত অবাকৃ হইয়া দাড়াইয়া রহিলেন। [ গজমোতি | তথন, বসন্ত, কাপড়-চােপড় কসিয়া, হাতের ত্ৰিশূল আঁটিয়া, ধবল পাহাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া গজমোতির উপরে পড়িলেন । অমনি ক্ষীর-সাগর শুকাইয়া গেল, পদ্মের বন লুকাইয়া গেলঃ দুধ-বরণ হাতী এক সোনার পদ্ম হইয়া জিজ্ঞাসা করিল,-2) “কোন দেশের রাজপুত্র কোন দেশে ঘর ?** বসন্ত বলিলেন;– < *****' “বনে বনে বাস আমি মুনির কোঙর ।” SeS