পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a J. লিয়েল সেল্স সমুদায়ের নিম্ন লিখিত রূপে পরিবর্তন হয় ; যথা তাহাদিগের আকার বৃদ্ধি এবং তদঙ্কর অতি কষ্টে দৃশ্যমান হয়, অাঁর তন্মধ্যস্থিত পদার্থ সমুদায় ধূষর বর্ণ এবং অধিক অস্বচ্ছ ও অঙ্কর বিশিষ্ট হয় । এই পরিবর্তন হইতে ক্লিড়নির সাকুলেশনের সাম্যতার বিনষ্ট হইয়া অনেকশনেক রোগীর ভয়ানক লক্ষণের প্রাদুর্ভাব হয়। রিনেল ড্রপসির একিউট অবস্থায় (Malpighian Capillaries ) মালপিজিয়েন ক্যাপিলেরি হইতে যে রক্তস্রাব হয়, তাহাই ইহর দৃষ্টান্ত স্বরূপ ; কখন কখন ঐ রক্তের অংশ এত বৃদ্ধি হইয়া থাকে যে তাহ অনায়াসে দৃষ্ট হয়। অন্যান্ত স্থলে ইহ কেবল মাইক্রোসকোপ সহকারে দেখা যাইতে পারে। এই কঞ্জেশ্চনের কিয়দিবসান্তে এপিথিলিয়েল সেলস সমুদায় স্বতন্ত্র অথবা দুই তিনটী একত্র হইয়া ( কিন্তু অধিকাংশ রোগীদিগের মধ্যে তাহারা টাবুলার বা নলাকৃতি হইয়া ) পতিত হয় । ইহাকেই ( Epithelial Cast ) ইপিথিলিয়েল কাষ্ট কহ যায় { এই সেলস সমুদায় অপক্কাবস্থায় অধিক পরিমাণে পতিত হওয়াতে ( Dr.Johnson ) ' ডাক্তার জনসন সাহেব এই ক্রিয়াকে ( Desquamative process ) ডিসকোয়ামেটিভ প্রশেস এবং কিডনির ci înștts de argi ga sister ( Desquamative Nephritis) ডিস্কোয়ামেটিভ নিফাইটিস্থ কহেন। ইহাদিগের পতনের কারণ এই যে স্বাভাবিক অবস্থায় যে সিক্সন হয় তাহা উহাদের অপারপক্কতা বশতঃ সম্পন্ন না হওয়ায় সুতরাং পতিত হয়। আর এই প্রকার পতনের প্রধান কারণ এই যে নিম্নস্থিত বুেস্মেন মেম্বেনের নিউটেটিভ প্রশেসের বা প্রতিপালিত ক্রিয়ার ব্যতিক্রম হওয়ায় কঞ্জেশ্চন উপস্থিত হয় এবং যে পর্য্যন্ত ঐ কঞ্জেশ্চন (Congestion) থাকে সেই পৰ্য্যন্ত প্রত্যেক সেল ও তদন্থগামী সেল অসম্পূর্ণ রূপে থাকিয়া শীঘ্র ছিন্ন ভিন্ন অথবা সমুদায় পতিত হয় । জ্ঞানী כ\