দশ৮ ] ব্যক্তির এই লক্ষণ হইতেই পীড়ার উপশম কিম্বা বৃদ্ধি বিবেচনা করিতে পারেন । স্বাভাবিক অবস্থায় কিডনির এপিথিলিয়েল সেলস কিম্বা ব্ৰঙ্কিয়েল মিউকস মেন্থে,ণের অভ্যন্তর স্থিত সেলস সমুদায় কখন পতিত হয় না, কেবল যখন তাহার। পরিপক্ক হইতে না পারে তখনই পরস্পরের ক্রিয়ার অপারক হওয়া প্রযুক্ত স্ব স্ব (Excretion) এস্কৃশনের অর্থাৎ প্রস্রাব ও গয়ারের সহিত নির্গত হয়। এই অবস্থায় প্রস্রাব স্বল্প হয় । ইউরিয়ার হ্রাস এবং ( Uric Acid ) ইউরিক য়্যাসিড ও (Lithates) লিথেটের বৃদ্ধি হয়। ইহা দ্বার স্পষ্ট প্রতীতি হইতেছে যে কিড়নির ইপিথিলিয়েল সেলসের পরিবর্তন হেতু এই সমুদায় লক্ষণের আবির্ভাব হয়। আর ইহার আহুসঙ্গিক নিদ্রাভঙ্গের পর এক প্রকার সমুদায় শরীরে ভূপী বা স্ফীতত দেখিতে পাওয়া যায়। স্বল্প পীড়াক্রান্ত ব্যক্তিদিগের চক্ষের উপরের ও নিয়ের পাতার এবং গুলফ দেশ ও কর পৃষ্ঠের স্ফীতত দৃষ্ট হয়। কিন্তু ঐ পীড়ার আধিক্যত হইলে এই ইডিমার এত অধিক বৃদ্ধি হয় যে তাহ চক্ষুদ্ধয়ে, গণ্ডযুগলে, উৰ্দ্ধ ও অধঃ শাখাতে, উদর ও বক্ষগহ্বরে দেখা যায়। ইহ অপেক্ষা কঠিনাবস্থায় (Pulmonary ocdema) পালমেগনেরিইডিমা প্রযুক্ত অতিকষ্টদায়ক (Dyspinosa ) ডিস পিনিয়া বা নিশ্বাস প্রশ্বাসের কাঠিন্যতা, ব্রঙ্কিয়েল মিউকস মেম্বেনের শীততা ও রক্তাধিক্য হয়; এবং তৎসম্বন্ধীয় নানা প্রকার সেলস গয়ারের সহিত রহিস্কৃত হয়। ড্রপৃদী শরীরস্থ সমুদায় স্থানে এককালে বিস্তারিত হইবার প্রধান কারণ ( Tmbibition ) ইম্বিবিশন বা শোষক ক্রিয় । অর্থাৎ সেলস, মাত্রেই জলস্থিত হইলে সেই জলকে আচুৰিত করিয়া স্ফীত হয়। মাইক্রস্কোপ যন্ত্রের নিম্নে ঐ সমস্ত সেলস পরিশ্রুত জলে রাখিলে দেখিতে পাওয়া যায় যে তাহারা স্ফীত হইয়া ছিন্ন হয়।
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।