[ s T টিস্থ সমুদায় শোণিতের সিরস্ ও জলাংশে আদ্র থাকায় তাহাদিগের সেলস স্ফীত ও বৃদ্ধি হইয়া ফাটিয়া যায়। এই নিমিত্তই যখন পদাদিতে অতিশয় (Anasarca) য়্যানাসার কা বা স্ফীতত হয়, তখন তৎস্থানীয় ত্বক ফাটিয়া জল বহির্গত হুইয়া থাকে । তদন্তরূপ অভ্যন্তরস্থিত যন্ত্রের সেলস সমুদায়ের স্ফীতত প্রযুক্ত তাহদিগের ক্রিয়ার বৈলক্ষণ্য হয়। * ভুপ্রসিতে রক্তের অতিশয় বৈলক্ষণ্য হয় অর্থাৎ তাহার হোয়াইট কপিসেলস ও জলাংশের বৃদ্ধি এবং রেড কাপসেলসের হ্রাস হয় । Griz ( Excrementitious ) এস্কৃমেন্টেসস মেটার অর্থাৎ যাহ! বহির্গত হওয়া উচিত তাহ শোণিতের সহিত মিলিত থাকে এমভ পদার্থ মধ্যে ইউরিয়াই প্রধান । এই প্রকার ডুপসি এক সময়ে ইনফ্লুমেন্টরি ড্রপৃসি বলিয়া পরিগণিত হইত। তাহার লক্ষণ, নাড়ী বেগবতী, ত্বকের উষ্ণতা, জ্বরভাব, ক্ষুধার হ্রাস, এবং সমুদায় য়ান্ত্রিক ক্রিয়ার বৈলক্ষণ্য হয়। শীতলতা প্রযুক্ত রোগের হঠাৎ আক্রমণ হইলে, প্রস্রাব শোণিত মিশ্রিত ও স্বল্প, জ্বরভাব, নিশ্বাস প্রশ্বাসের দ্রুততা, নাড়ী বেগবতী, ত্বকের উষ্ণতা, পিপাস, ক্ষুধাভাব, এবং শারীরিক ক্ষীণত হয়। এই সমুদায় একিউট ডিজিজের লক্ষণ অর্থাৎ ইনফ্লামেশন প্রযুক্ত উৎপন্ন হয় । এই অবস্থায় কিডনিস কষ্ট্ৰেশ্চেড় ( বা রক্তাধিক্য ) ও তাহাদিগের ক্রিয়ার বৈলক্ষণ্য হয়। প্রস্রাবের অত্যন্ত্রতা প্রযুক্ত উক্ত যন্ত্রদ্বয়ের বিশেষ পরিবর্তন হয় অর্থাৎ এক প্রকার গ্রাহুলার মেটার বা অঙ্কর বিশিষ্ট পদার্থ একত্রিত হইয় তাহাদিগের আকার বৃদ্ধি করে। ঐ গ্রানিউলার মেটার মাইক্রস্কোপ যন্ত্রে দৃষ্ট করিলে বোধ হয়, তাহারা কেবল অস্পষ্ট ও অসম্পূর্ণ সেলস ভিন্ন নহে। ইহা (Tubules) টুবুলস্ বা অতি ক্ষুদ্র নল এবং তাহাদিগের অন্তরস্থিত স্থান-মধ্যে দেখিতে পাওয় যায়। ( প্লেট ১ ফিগার ১ ) এবম্বিধ প্রকার পীড়া সৰ্ব্বদাই হানিজনক হয়, এবং কোন প্রকার চিকিৎসায় উপশম
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।