পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ] ংসন অর্থাৎ প্রতিপালিত ক্রিয়াদির ব্যতিক্রম প্রযুক্ত রক্তের হ্রাসতা ও দুর্বলতা হইয়া শারীরিক উন্নতির হ্রাস হইতে থাকে । (Henry Power) হেনেরি পাওয়ার সাহেব বিবেচনা করিয়া থাকেন যে উক্ত শোণিতে ইউরিয়ার অংশ অধিক থাকতে নব লীলাঙ্করের বিকৃতি ও পরিপক লীলাঙ্করের ধ্ৰুংস হয়। ইহ সকলেই জ্ঞাত আছেন যে সিকুশনের ক্রিয়াদি সেলসের স্বারা সম্পন্ন হইয়া থাকে। শরীরের প্রধান২ টিসু মধ্যে জলসঞ্চিত (যেরূপ রিনেল ড্রপলীতে হইয়া থাকে) হওয়া কেবল এক প্রকার মাণ্ড সেলসের (তাহাদিগের ক্রিয়ার প্রাধান্যতা সত্বেও) হ্রাস বিকৃতি ও ধূংস বশতঃ হয় না । অতএব রিনেল সেলের অসম্পূর্ণতা এবং অপরিপক্কতা যাহ। শারীরিক কারণ হইতেই উৎপন্ন হয়, (যাহার মধ্যে জলবৎ শোণিতই প্রধান) তাহার সহিত অন্যান্য যন্ত্রের কোষ বৃদ্ধির অসম্পূর্ণত দেখা যাইবে কিন্তু তাহীদের মধ্যে কিডনির ন্যায় এত অধিক পরিমাণে হ্রাস বিকৃতি হয় না তদ্বারা রোগীর জীবনের পক্ষে ব্যাঘাত জন্মিতে পারে । উক্ত সমুদায় যন্ত্রের ক্রিয়াদির এবং গঠনের পরিবর্তন এপিথিলিয়েল সেলসের দ্বারা স্পষ্টরূপে প্রতীত হয় । ( Albumen ) য়্যালবিউমেন প্রস্রাবের সহিত থাকতে কিডনিস্থ এপিথিলিয়েল সেলসের অসম্পূর্ণতা ব্যক্ত করে। কিন্তু যে যন্ত্রর ক্রিয়ার ব্যতিক্রম প্রথমে দেখিতে পাওয়া যায় শুদ্ধ তাহারই কেবল সেল গ্রোথের অর্থাৎ কোষবৃদ্ধির বিকৃতি হয় না । যেমন য়্যালবুমেনেরিয়ার একিউট অবস্থায় যখন রোগী অল্প দিবসের মধ্যে কালগ্রসে পতিত হয় তখন কিড়নি ব্যতীত অন্যান্য স্থানের এপিথিলিয়েল সেলসের এক প্রকার অঙ্কর বিশিষ্ট ও অসম্পূর্ণ ভাব স্পষ্ট দেখা যায় । মুখ গহ্বর ইসাফেগস্, ইণ্টেষ্টাইন এবং ব্লাডরের এপিথিলিয়ম উক্ত প্রকার অঙ্কর বিশিষ্ট এবং কখন বা বস। বিশিষ্ট হয়। ব্ৰঙ্কিয়েল মিউকস্ মেস্তুে,ণের এপিথিলিয়েল সেল্স সমুদায়