[ ২৩ ] যে পীড়াতে তাহার আকৃত্তি ক্ষুদ্র হয় (Atrophy ) এমত ব্যাধিতে যে স্বচ্ছ কাষ্ট প্রাপ্ত হওয়া যায়,তাহার সহিত ঐ (Sputa) স্পিউট বা গয়ারের কোন বিভিন্নতা নাই | উপরোক্ত পীড়া সমস্ত রিনেল টিউবের এক zistã (Catarrhal Inflammatiðn) FȚfĘtzges ইন্ফুমেশন বা শ্লেষ্মাকারী প্রদাহ ব্যক্ত করে। ঐ অবস্থায় অভ্যন্ত্র অসম্পূর্ণ সেল বা কোষ সমুদায় জন্মিয় থাকে সুতরাং ভাহীদের অল্প সংখ্যায় পতন হয় । গাউট কিডনির সকল অবস্থাতেই ঐ প্রকার স্বচ্ছ কাস্ট থাকায় তাহদের রিনেল টিউব সমুদায়ের এক প্রকীর শ্লেষ্মাযুক্ত অবস্থা ব্যক্ত করে । ইহাও স্মরণ রাখা আবশ্যক যে, যদিচ তাহারা গাউটি কিড্নির সহিত অধিকাংশ থাকে, তথাপি তাহারা কিডনির ক্ষুদ্রাকার সর্বদ ব্যক্ত করে না। ব্রাইটস্ ডিজিজ এবং (Atrophy) কিডনির ক্ষুদ্রত হইবার কারণ স্বতন্ত্র। সামান্য ব্ৰঙ্কাইটিস এবং রিনেল ডুপ্ৰসি প্রযুক্ত যে ব্ৰঙ্কাইটিস, হয়, তাহাদিগের স্পিউট বা গয়ার মাইক্ৰমৃকোপ যন্ত্রে পরীক্ষা করিলে কিছু মাত্র বিভিন্নতা দেখা যায় না। অর্থাৎ উভয় গয়ার মধ্যেই সেল সমুদায়ের এক প্রকার বিকৃতি দেখা যায়। প্রথম প্লেটের তৃতীয় ফিগারে ঐরূপ ব্ৰঙ্কিয়েল মিউকস মেম্বেনের সেলবা কোষ বিকৃতি দেখাইতেছে ; ইহা বিশেষরূপে দৃষ্টি করিলে প্রকাশ পাইবে যে ক্রণিক ব্রাইটস ডিজিজে কিডনির কঞ্জেশ্চন ব্যতীত অন্য কোন অবস্থায় সেল সমুদায়ের বিকৃতি হইয়া যেরূপ নলাকার কাস্ট পতিত হয় সেই নলাকার ভিন্ন ব্রঙ্কাইটিস রোগের সেল বিকৃতির অন্য কোন বিভিন্নতা নাই। প্লাষ্টিক ও ক্যাপেলরি ব্রঙ্কাইটিসের স্পিউট বা গয়ার এবং ব্রাইটস ডিজিজের কষ্ট সমুদায়, উভয়েই ট্যুবুলার থাকায় তাহাদিগের নির্ধ্যাপক বস্তুর সৰ্ব্বতোভাবে এক অবস্থ দেখাইতেছে। (তৃতীয় প্লেটের দ্বিতীয় ফিগার) একিউট ব্রাইটস্ ডিজিজের দ্বিতীয় অবস্থায় যে (Fibrinous Cast ) ফাইব্রিনস, কষ্ট দৃশ্য হয়, তাহাদিগের সহিত উক্ত ব্ৰঙ্কাই
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।