*[ ২৬ ] আর সন্দেহ কি ? এই মত অবলম্বন করিলে রিনেল কণষ্টদিগের স্বভাব ও তাহাদিগের উৎপত্তির কারণ বোধগম্য হইবার কোন কাঠিন্যতা থাকে না । ইরিটেটিং কজের স্বল্পত কি আধিক্যতা পরিমাণে নিম্ন লিখিত লক্ষণের প্রাদুর্ভাব দৃষ্ট হয়। > (Fibrinoás Bloodcast) ফাইব্রিনস্ ৰুডকাষ্ট, নিউমোনিয়ার স্পিউট বা গয়ারে যেরূপ দেখা যায় ।
- I (Epithelial Granular Cast) afotfotfätää গ্রানিউলণর কষ্ট, ব্রঙ্কাইটিসে যেরূপ দেখা যায় ।
- (Epithelial and Purulent Cast) afotfotfrosa, offলেন্ট বা পুজ বিশিষ্ট এবং ( Granular cast) গ্রানিউলণর কষ্ট, একিউট ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার আরোগ্যবস্থায় যেরূপ সেল, সমুদায়ের বিকৃতি দেখা যায় ; জলবৎ স্বচ্ছকণষ্ট, যাহা সামান্য ক্যাটারে দেখা যায় ; ( Fatty cast) ফ্যাটি কষ্ট, যাহা থাইসিসে मुझे ङ्ग्न ।
ফাইব্রিনস্ ব্লড কষ্টের উৎপত্তি—রিনেল টিউব মধ্যে রক্তস্রাব প্রযুক্ত এবং ঐ রক্তের বুড গ্রবিউলস অর্থাৎ রক্তাঙ্কর ও ফাইব্রিন, টিউব মধ্যে জমিয়া যাওয়াতে ইহার উৎপত্তি হয় ; নিউমোনিয়ার (Rust coloured) রন্টকলার্ড স্পিউট বা গেরি রঙের গয়ারও ঐরূপে উৎপন্ন হয় । গ্রানিউলর এপিথিলিয়েল কাষ্ট সমুদায় এপিথিলিয়েল সেলস্ হইতে নিৰ্ম্মিত কিন্তু স্বাভাবিক অবস্থা অপেক্ষ তাহার অধিকতর অঙ্কর বিশিষ্ট হইয়া থাকে, ঐ অবস্থা তাহদের হ্রাসের প্রথম চিহ্ন। এইরূপ অনেকানেক অসম্পূর্ণ সেল জন্ম মাত্রেই ছিন্ন হইয়া পৃথক হয় এবং তদন্তরস্থিত অঙ্কর বিশিষ্ট কিম্বা মিউকসের ন্যায় পদার্থ তাহাদিগের পশ্চাৎস্থিত সেল সমুদায়কে ( যাহা প্রস্রব দ্বার উক্ত স্থানে আইসে ) তন্মধ্যে আবদ্ধ করিয়া উক্ত গ্রানিউলণর