৩৬ ] 藝 করে। ইহা ব্যতীত অদ্য কি প্রকারে শিরাদি বিহীন কাটিলেজ মধ্যে ঐ ইউরিক য়্যাসিডাধিক্য রক্ত সংস্থাপিত হইতে পারে। কাটি লেজ সেলের যে ইউরিক য়্যাসিড এবং ইউরেট অব সোডার সহিত আকর্ষণ থাকে, তাহা জীবদ্দশায় বিশেষরূপে প্রমাণ করা যাইতে পারে। কর্ণ-সম্বন্ধীয় কাটি লেজ সমুদায়ে গাউট অবস্থায় ইউরিক য়্যাসিড ডিপজিট হইয়া থাকে ডাক্তার গ্যারভ সাহেব এই মত দ্বারা গাউট এবং রিউমেটিজমের প্রভেদক পরীক্ষ স্থির করিয়াছেন। যেহেতুক গাউট রোগের মবির্ড ম্যাটার (ব্যাধি উৎপত্তির কারণ ) ইউরিক য়্যাসিড়, যেখানে সেখানে সংস্থাপিত না হইয়া কেবল উত্তমই টিস্থ মধ্যে অর্থাৎ কাটি লেজ, লিগামেণ্ট, টেণ্ডেন, এবং অস্থি-সম্বন্ধীয় সেল মধ্যে সংস্থাপিত হয় ; তাহার কারণ এই যে ঐ সেল সমুদায়ের বিশেষ বিচার শক্তি এবং তfহদিগের ইউরিক য়্যাসিডের সহিত এক প্রকার আকর্ষণশক্তি থাকায় তাহার স্ব স্ব সেল বা কোষ মধ্যে উহাকে সংস্থাপন করে। একিউট রিউমেটিক ফিভারে যে হার্টের ভ্যাল্ব এবং একসেকোর্ডিয়মের উপর ফাইব্রিন সংস্থিত হয় তাহার কারণ কি ? এই সকল টিসুর সেল রক্ত হইতে ফাইব্রিন আকর্ষণ করিয়া উপরিউক্ত স্থানে সংস্থাপন করে । (Wirchow ) তির্কে সাহেব দেখাইয়াছেন যে হৃৎপিত্তের অন্তরস্থিত সিরস মেস্তুে নের সেল সমুদায়, ঐ রোগে রক্ত মধ্যে অধিক ফাইব্রিন থাকায়, সেই অধিকাংশ ফাইব্রিনকে সংগ্রহ করে ; এই ক্রিয় এক সময়ে ( Filtration) ফিলটেশন অর্থাৎ ফাইব্রিন, ক্যাপিলেরি সমুদায়ের প্রাচীর হইতে নিঃস্থত হইয়া উৎপন্ন হয় বলিয়া পরিগণিত হইত, কিন্তু তাহা নহে; ইহা কেবল সেলু প্রতি পালনের বিকৃতির একটা দৃষ্টান্ত মাত্র । এইরূপ ফিলটেশন হইতে উৎপন্ন হইলে (অর্থাৎ ইহার সহিত কোন সেল বিকৃতি না থাকিলে ) ভালবের উপর ফাইব্রিন সুংস্থাপিত হইয়া পরিশেষে তাহার যে পরিবর্তন হয়, তাহ। কি রূপে
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।