পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \రిసి ] সহিত সৰ্ব্বতোভাবে সমান, এবং ইহা হইতে ফাইবর্স বা স্থত্র জন্মিতে পারে) তাহাকে দ্রব্যগুণ সংযোগে ( কখনই বিনা দ্রব্যগুণ সংযোগে * ) পরীক্ষা করিলে এক প্রকার য়্যালবু'মিনস্ পদার্থ প্রাপ্ত হওয়া যায় । * পস্ সেল অন্যান্য সেল সমুদায়ের বিশেষতঃ এপিথিলিয়মের বিশুদ্ধ পদার্থের এক প্রকার বিকৃতি ভিন্ন নহে। কতকগুলিন পস সেলের বেষ্টনকারী পর্দ লাইকুয়ার পটশী সংযোগে দ্রব করিলে তাহাদিগের অভ্যন্তরস্থিত পদার্থ সমুদায় স্বতন্ত্র হয়। যদ্যপি উহাকে নাইটিক য়্যাসিড দ্বার। য়্যাসিডে পরিবর্ত (উক্ত লাইকুয়ার পটাশি য়্যালবুমেনকে দ্রব করিয়া রাখে, ইহার পটাস অংশকে দূরীকরণার্থে নাইটিক য়্যাসিড সংযোগ করা আবশ্যকু ) এবং তৎপরে য়্যালবুমেন পরীক্ষা করিবার দ্রব্য সমস্ত যথ উত্তাপ ও নাইটক য়্যাসিড ইত্যাদি সংযোগ করা যায় তাহা হইলে ঐ য়্যালবুমেন সপ্রমাণ হইবে । ইহা দ্বারা স্পষ্ট প্রতীতি হইতেছে যে লাইকুয়ার পটাশী উক্ত কোষের বেষ্টনকারী পর্দাকে ছিন্নভিন্ন করিয়া তদন্তরস্থিত য়্যালবুমিনস্ পদার্থকে পৃথক করে, এবং মাইক্রস্কোপ দ্বারা দেখিলে টিসুর অন্যান্য (Element) এলিমেণ্ট বা বিশুদ্ধ পদার্থের ছিন্নভিন্নতা দেখা যাইবে । এই স্থানে দুইটা প্রশ্ন জিজ্ঞাস্য , য়্যালবুমেন সৰ্ব্বদাই অসম্পূর্ণ গ্লাগুসেলের সিকুশন বশতই কি হইয়া থাকে ? আর ঐ য়্যালবুমেন কি পরিমাণে ইউরিয়ার পরিবর্তে হয় । রসায়নবিদ্যা-পরিদর্শী অনেকানেক মহোদয়ের বলিয় থাকেন, cq zoo &f=fa (Oxidising agents) of giffs of এজেণ্ট স্ অর্থাৎ যে সমস্ত দ্রব্যগুণ হইতে অকসিজন উৎপন্ন হয়, তাহাদের সংযোগে য়্যালবুমেন ইউরিয়ায় পরিবর্ত হয় । 翻

  • ইহ। কিছুকাল থাকিলে দ্রব্যগুণ ব্যতীত সহজেই য়্যালকুমিনস-পদার্থ হইয়া যায় ।

\)