ه/ه প্রতিপালনার্থে রক্ত হইতে সেইরূপ পদার্থ সংগ্ৰহ করিয়া বৃদ্ধি প্রাপ্ত হয়। - গৰ্ত্তাবস্থায় জৰ্ম্মনেল ভিসিকেল বিলুপ্ত হইলে তৎপরিবর্তে একট/তিন সেল বা কোষ দেখা যায়। ইহা প্রথমে দুই ভার্গ) বভক্ত এবং তৎপরে চার অাট ইত্যাদি ংক্রিমে দ্বিগুণিত হইয়া অসংখ্য হয়। ইহাকে এন্থি য়নিক সেল কহ যায় এবং ইহা হইতেই সমুদায় শরীর উদ্ভব হয়। এই সময়ে অণ্ডের হরিদ্রাবর্ণাংশ প্রথমে দুই ভাগে পৃথক হইয়া ক্রমে ক্রমে সেলের বৃদ্ধি অনুসারে বিভক্ত হয়। যৎকালে ওভম ফালোপিয়ান টিউব হইতে ইউটেরস্ মধ্যে আগমন করে সেই সময়েই এইরূপ পরিবর্তন হয়। অতএব আদ্যোপান্ত শরীরের স্বষ্টি, উন্নতি, প্রতিপালন, পীড়া, বিকৃতি, হ্রাস ও স্বংস যে কোষদিগের ক্রিয়ার চতুরতার ব্যতিক্রম অথবা হ্রাস বশতঃ হইয়া থাকে তাহার কোন সন্দেহ নাই। ড্রপসী বিষয়ে এই পুস্তক খানি অনুবাদ করিবার বিশেষ কারণ এই যে এই রোগে শরীরস্থ সমুদায় টিসুদিগের কোষের বিকৃতি ও হ্রাস হওয়ায় চিকিৎসা দ্বারা সৰ্ব্বদ। জীবন রক্ষণ হয় না। সুতরাং এই বিষয়টা সৰ্ব্ব সাধারণের হৃদয়ঙ্গম হইলে বিশেষ উপকার হইতে পারে। এই পুস্তক খানি ইংরেজি ভাষায় অতিশয় আদরণীয় এবং ইহা সেলুনার পেথেলজির এক অংশ মাত্র। বঙ্গভাষায় এই বিষয়ের কোন পুস্তক না থাকায় এতদেশীয়
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।