[ ৫২ ] তৃতীয় অধ্যায় । سیحوههای سی (Cardiac ) কাডিয়ুেক 3 (Pulmonary) oratotitafā ড্রপলী প্রযুক্ত যে যান্ত্রিক বিকৃতি হয় তদ্বর্ণনে এক্ষণে নিযুক্ত হইলাম। ভূপৃসী হার্টের দুই প্রকার পীড়া হইতে উৎপন্ন হয় ; ১ম হার্ট স্বয়ং কোন ব্যাধিগ্রস্ত হওয়াতে যে ড্রপসী উৎপন্ন হয় তাহাকে ( Primary Cauge ) প্রাইমেরি কজ বা আদৌ কারণ। ২য় লংসের কোন পীড়া বশতঃ হার্ট রোগাক্রান্ত হইয় যে ড্রপসী উৎপাদন করে তাহাকে ( Secondary Cause ) সেকেণ্ডারি কজ বা দ্বিতীয় কারণ কহ যায়। প্রথম পীড়াতে হার্টের বাম পাশ্ব বিশেষতঃ তন্মধ্যস্থিত ভ্যাল্ব পীড়াত্রান্ত হয় ; মাইটেল রিগাজিটেশন ও য়্যাওয়াটিক অবষ্ট্রাকশন রোগে যে ড্রপ্ৰমী দৃশ্য হয় তাহ হার্টের আদৌ পীড়া বশতঃ হইয়া থাকে। ইম্ফিসিমা এবং ক্রণিক ব্ৰঙ্কাইটিস্ প্রযুক্ত হার্টের দক্ষিণ পাশ্বের ( Dilatation ) ডাইলিটেশন বা প্রস্থের বৃদ্ধি এবং পেশীময় প্রাচীরের স্বাভাবিক অবস্থাপেক্ষা পেশীয় অংশের হ্রাস পাতল হওয়াতে যে ড্রপসী হইয়া থাকে তাহাই দ্বিতীয় কারণের দৃষ্টান্ত স্বরূপ। কোন যুবা ব্যক্তির একিউট রিউমেটিক ফিভার বশতঃ পোরকার্ডাইটিস্ কিম্বা মাইটেল অথবা য়্যাওয়ার্টিক ভ্যাল্ব পীড়াক্রান্ত হয়। উক্ত জ্বরাবস্থা হইতে আরোগ্য কালীন তাহার স্বল্প পরিশ্রমে নিশ্বাস প্রশ্বাসের কঠিনতা এবং হার্টের (Palpitation) প্যালপিটেশন বা হৃদৃকম্প হয়, কিঞ্চিৎকাল পরে কোন কারণ বশতঃ ঐ কঠিনতার আরও অধিক বৃদ্ধি হইয়া চরণদ্বয় ও গুল্ফ দেশ স্ফীত এবং স্বক শ্বেতবর্ণ হয়, ড্রপলী ক্রমে উৰ্দ্ধ দেশে আগমন করে , ত্বকের নিম্নে অধিক পরিমাণে জল সঞ্চিত হওয়াতে উহ। চাকচিক্যশালী
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।