পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৫৩ ] স্থান স্ফীত হয়। কাশী এবং নিশ্বাস প্রশ্বাসের কঠিনভা ক্রমে এরূপ কষ্টদায়ক হয় যে প্রতি দিন ইহা হাঁপানির ন্যায় হইয়। থাকে এবং নিশ্বাস গ্রহণ কালে বক্ষঃস্থল সঞ্চালনের অতি সুর্গেত। দৃশ্য হয়। মুখাবয়বের আলস্য এবং পাণ্ড বর্ণতা দেখা যায় ; চক্ষুদ্ধয় ঘোলাটিয়া হইয়া এরূপ আকার দেখায় যে তদ্বারা রোগীর ইচ্ছা কোনরূপে বোধগম্য হয় না । ওষ্ঠাধর ঈষৎ পাণ্ড,বর্ণ এবং প্রশ্বাস শীতল হইয় থাকে। উদ্ধ এবং অধঃশাখার স্ফীতত বুদ্ধি হইয়া হস্ত পদাদি নীলবর্ণ = H, q qe 57s3 fg 5 ( Connective Tissue ) কনেকটিভ টিসু বা জলময় ঝিল্লী সিরমে স্ফীত হওয়াতে ত্বকের এরূপ আকৃষ্টত হয় যে ( Cuticle ) কিউটিকেল ছিন্ন হইয়া জল বহিস্কৃত হইয় থাকে। তাহাদিগের বর্ণ ও উষ্ণতা গ্যাঙ্গনের ন্যায় বৈলক্ষণ্য হয় । to উদর গহ্বর পরীক্ষা করিলে তন্মধ্যে জল সঞ্চয়ের লক্ষণ দৃশ্য হয়। প্রস্রাব স্বল্প ও রক্তিমাবর্ণ এবং ( এই সময় হইতে ) য়্যালবুমেন বিশিষ্ট হয় । দুৰ্ব্বলতার বৃদ্ধি বশতঃ রোগী অনায়াসে উপবেশন করিতে পারে না, এবং ঠেস দিয়া বসাইলে স্কন্ধদ্বয় গোল থাকায় মস্তক নত হইয় হীট দ্বয়ের মধ্যে আইসে । বক্ষঃস্থলে পারকশন (Percussion ) আঘাত করিলে শব্দের উচ্চতা এবং স্বাভাবিক নিশ্বাস প্রশ্বাসের শব্দগতাব ও তৎপরিবর্তে í Mucus Rhoncus) fsTSTFI HEFI STE (Cooing Rhoncus) কুইং রঙ্কস্ শ্ৰৱণগোচর হয় । হার্টের (Impulse) ইম্পল্স এরূপ ক্ষীণ হয় যে তাহা হস্তদ্বারা বোধগম্য হয় না। প্রথম ও দ্বিতীয় শব্দ পরিষ্কার, অথবা স্বাভাবিক অবস্থাপেক্ষ তীক্ষ থাকে। গ্রীবাদেশের ভেইনস্ মধ্যে পল্‌সেশন (Pulsation) পাওয়া যায়। এই অবস্থায় রোগীর আহার ও নিদ্র স্বল্প হয়, যে হেতু অধিক আহার