পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. ৩e } যে সমস্ত ব্যক্তিদিগের কুর্ট মধ্যে জীবদ্দশায় সিস্টলিক মাইটেল মার মার প্রাপ্ত হওয়া যায় তাহাদিগের মাইটেল ভ্যালবের উপর সংস্থিত ফাইব্রিনের উক্ত প্রকার চুণ পরিবর্তন হওয়ায়, ইহার অস্ত্য কোন বিশেষ পরিবর্তন এবং শারীরিক স্বচ্ছন্দতার হানি হয় না। আমি দুইটা রোগীর (উভয়েরই জ্বর রোগে প্রাণ নষ্ট হয় ; এক ব্যক্তি অষ্টম, এবং দ্বিতীয় দ্বাদশ বৎসর পর্য্যন্ত এইরূপ মাইটেল রোগে আক্রান্ত ছিল ) মৃত দেহ বিদারণ করিয়া মাইটেল ভ্যালবের কিনারা অস্বচ্ছ ও কঠিন দেখিয়াছিলাম। ব্যবচ্ছেদ সময়ে কর্কশ শব্দ নির্গত হইয়াছিল ; লেফট ভেন্টিকল হাইপট ফিড বা স্থল ছিল । উভয় মধ্যেই পার্থিব পদার্থে সংস্থিত স্থিল এবং রসায়ন বিদ্যাদ্ধার পরীক্ষা করতঃ তাহার গুণ অবগত হইয়াছিলাম । (প্লেট ৫ ফিগীর ১, ২) অতএব এই সংস্থিত ফাইব্রিনের চুণ বিকৃতি বশতঃ আর অধিকতর পরিবর্তন না হওয়ায় ঐ রোগীদ্বয় বহুকাল পর্য্যন্ত জীবিত ছিল । এই অবস্থায় শরীর উত্তমরূপে প্রতিপালিত এবং সেল ডেভলবমেণ্ট বা কোষ বৃদ্ধির স্বচ্ছন্দতা, তেজপুঞ্জতা ও চতুরতা থাকায় রোগী বহুকাল পর্য্যন্ত জীবিতমান থাকে । ইনফ্লুমেটরি প্রোশেস বা প্রদাহ ক্রিয় বশতঃ এই রোগীদিগের হার্টের ভ্যালব টিস্থ মধ্যে এক প্রকার অতি স্থক্ষ অঙ্কর বিশিষ্ট পদার্থ সংস্থিত হইয় তাহার স্থলত বৃদ্ধি করে। এই স্থলত এণ্ডকার্ডিয়ম মেস্তুে,নের স্থূলতা ভিন্ন নহে, যেহেতুক ঐ পর্দার নির্যাপক বস্তু এক প্রকার অঙ্কর বিশিষ্ট পদার্থ গ্রহণ করিয়া তন্মধ্যে আবদ্ধ করতঃ উক্ত স্থলতার স্বষ্টি করে ; এবং এই অঙ্কর বিশিষ্ট পদার্থ মধ্যে পার্থিব পদার্থের চিহ্ন ও দেখা যায় , মাইকুসকোপ দ্বারা ইহ পরীক্ষা করিলে ইহার তরঙ্গাকার শৃঙ্খলাবদ্ধ ও অঙ্কর বিশিষ্টতা এবং তাহার সহিত ইতস্ততঃ কতকগুলিন কৃষ্ণবর্ণ চিহ্ন দৃশ্য হয়। ডাইলুট হাইড্রোক্লোরিক