পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, [ ৩২ ] রিস) মধ্যে ক্রমেই বিস্তীর্ণ হইয় তাহাদিগের স্থিতি স্থাপকতা বিনষ্ট করে । প্লেট ও ফিগার ৩। - এই স্থিতিস্থাপকতার হ্রাস ক্রমে এত বৃদ্ধি হয় যে অত্যন্ত্র শারীরিক কিম্বা মানসিক পরিশ্রম ও উৎসাহে হার্টের রক্তের গতি বৃদ্ধি হওয়ায় ঐ ভেস্লস্ সমুদায় তাহ সহ করিতে না পারায়, এবং জুগুলার ভেইন্স দিগের শারীরিক কিম্বা মানসিক উৎসাহবস্থায় সঙ্কোচিত হওয়া প্রযুক্ত তন্মধ্য হইতে রক্ত বহিস্কৃত হইতে ন পারাতে তাহারা" ছিন্ন হয় । সুতরাং ব্ৰেণ মধ্যে রক্তস্রাব বশতঃ এপোপ্লেক্সির উদ্ভব হয় | এই স্থানে সংস্থিত ফাইব্রিণের যে অন্য এক প্রকার পরিবর্তন হয় এবং যদ্বারা সৰ্ব্বদা ভালউলার ডিজিজের সহিত ড্ৰপৃসী অহুগামী হয় তদ্বিবরণ ॐीद्रद्ध করিলাম । * চুণ বিকৃতি অবস্থায় যে রূপ ঐ ডিপজিটের বা সংস্থিত ফাইব্রিনের ক্রমে ক্রমে এবং অপ্রকাশিত ভাবে পরিবর্তন হইয়া থাকে, ইহাতেও সেইরূপ ; জীবদ্দশায় ইহা কেবল কতকগুলিন লক্ষণের দ্বারা স্থির হওয়ার সম্ভব । এই অবস্থায় উক্ত সংস্থিত ফাইব্রিনের ফ্যাটিডিজনারেশন বা বসা বিকৃতি হয়, অর্থাৎ তন্মধ্যে বৃহদাকার চাকচিক্য বসাঙ্ক র দৃশ্য হয়, এবং তাহার সহিত কোলেস্ট্রিন পদার্থ থাকায় ঐ বসা বিকৃতি নিঃসন্দেহরূপে সপ্রমাণিত হইতেছে । ( প্লেট ৫ ফিগার ৪, ৫ ) । এই দুই প্রকার ফাইব্রিনস্ এগজুডেশনের ফল (প্রথমটা) আর্থি এবং ( দ্বিতীয়টা ) ফ্যাটি ডিপজিট বলিয়া পরিগণিত হয় । আমার জিজ্ঞাস্ত এই যে কি কারণ বশতঃ ইহাদিগের এই পরিবর্তন হয় ? আর ইহা যে এগজুডেশনের ভিন্ন ভিন্ন পরিবর্তন বশতই হয় এমত প্রত্যুত্তরেইবা কিরূপে সন্তুষ্ট থাকিতে পারি ? যদ্যপি ফাইব্রিনস্ এগজুডেশনের জলবৎ অবস্থা হওয়াতে তাহাদিগের সেল্স দ্বারা পুজের স্বষ্টি হয়, যদ্যপি ফ্যাটি লিভারে