প্লেটদিগের বিবরণ । প্রথম প্লেট । ব্রাইটস্থ ঞ্জিন্ধিজে টিমুদিগের বিকৃতির সামান্য ভাব দেখাইতেছে । ফিগার ১—কিড়নির কটিকেল প্রদেশের গ্রানিউলস্ দেখাইতেছে ; ইহারা অসম্পূর্ণ কোষ সমুদায়ের ছিন্ন ভিন্ন হওয়াতে জড়িত মুত্র প্রণালী মধ্যে এক প্রকার অঙ্কুরবিশিষ্ট পদার্থের সহিত বসাকুরের সঞ্চিত হওয়ায় উৎপন্ন হয় । বেলিনি সাহেবের একটা বৃহদাকার সরল টিউব মধ্যে কথিত প্রকার অসম্পূর্ণ কোষ সমুদায়ের ছিন্ন ভিন্নাংশ এবং অঙ্কুরবিশিষ্ট পদার্থ রহিয়াছে । ক, বসা ও অঙ্কুরবিশিষ্ট পদার্থে পরিপূরিত কনভলিউটেড টিউব । খ, বেলিনি সাহেবের সরল টিউব । গ, গ্ল,জ সাহেবের ইনফ্লমেটরি কাপসল । ২—ব্রাডর ও ইউরিথার অঙ্কুর এবং বসাবিশিষ্ট এপিথিলিয়ম । ৩—ব্রাইটস ডিজিজের গয়ার । কিড্নির সেল্সদিগের সহিত ইহারা সৰ্ব্বতোভাবে সমান; বিভিন্নতা এই যে গয়ার মধ্যে সেলসদিগের আকার নানা প্রকার । ৪—ব্রাইটস ডিজিজের ব্রঙ্কিয়েল টিউবের অৰ্দ্ধভাগ,রিনেল উপসিতে ঐ টিমুদিগের সর্বদাই যে অবস্থা হইয়া থাকে তাহা দেখাইতেছে । ঐ এপিথিলিয়েল সেলস সমুদয় ক্রমে স্তবকে২ নিম্নভাগ হইতে উপরে আসিবামাত্রই
পাতা:ড্রপ্সির অর্থ কি?.djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।