পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৩ } বসাঙ্কর অসম্পূর্ণ লিভার-সেল মধ্যে সঞ্চিত হয় বলিয়া আমরা -পেষ্ট প্রমাণ করিতে পারি, যদ্যপি ওয়্যাকসি ( মোমবিকৃতি ) কিডনিতে সেল দিগের বিশুদ্ধ পদার্থ সুমুদায়ের অধিকাংশ বসা বিশিষ্ট হইয় তাহার কনভলিউটেড় টিউব বা জডিত প্রণালী অথবা ব্যবধায়ক ঝিল্লী মধ্যে সঞ্চিত হইলে আমরা তাহীকে সেল বৃদ্ধির ক্রিয়ার অসম্পূর্ণতা বশতঃ উদ্ভব হয় বলিতে পারি। তাহ হইলে ষে হার্টের এই সমস্ত এগজুডেশন মধ্যে সেলুসের বিশুদ্ধ পদার্থ ( যাহ। এপর্য্যন্ত স্পষ্টরূপে প্রমাণিত হয় নাই তাহ ) থাকে এবং তাহারা যে কোন স্থানে আর্থি মেটার বা পার্থিব পদার্থ গ্রহণ করতঃ কিম্বা বসা বিশিষ্ট হইয়া বিকৃতির বিভিন্নতা দেখায় তাহার আর সন্দেহ কি ? অর্থাৎ এই এগজুডেশনের কৃত্রিম সেল সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থ সমুদায়ের বৃদ্ধির ক্ষমতা না থাকায় কিম্বা অন্য কোন ক্ষমতা বশতঃ তাহারা অস্থি সম্বন্ধীয় বিশুদ্ধ পদার্থ সমুদায় গ্রহণ করিয়া কোন কোন স্থানে এই অবস্থা (অস্থিত্ব) সম্পূর্ণ রূপে প্রাপ্ত হয় ; যেরূপ আর্টরি সমুদায়ের অসিফিকেশন বা অস্থিতে পরিবর্তন অবস্থায় অধিকাংশ আর্থি মেটার বা পার্থিব পদার্থের সহিত নক্ষত্রণকার বোন সেলসের গঠন হয় ; ইহা যদিচ যথার্থ অস্থি নহে তথাপি ঐ স্থানের টিসুদিগের ক্রিয়ার বৈলক্ষণ্য স্পষ্টরূপে দেখায় । ( প্লেট ৫ ফিগার ১, ২ ) { উক্ত বৃদ্ধি বিকৃতি ব্যতীত যে আর এক বিকৃতি অন্যান্য স্থানে দৃষ্ট হয় তাহ হ্রাস বিকৃতি ভিন্ন নহে ; অর্থাৎ ঐ এগজুডেশনে বা সংস্থিত ফাইব্রিনের ফ্যাটি ডিজেনারেশন বা বসা, বিকৃতি অবস্থায় সেল সমুদায় অসম্পর্ণ এবং তদন্তরস্থিত নিউক্লিয়াই বা অঙ্কর সমুদায় বসাবিশিষ্ট থাকায় তাহার শীঘ্র স্বতন্ত্র হইয়া নষ্ট হয়, এবং তদ্বার নিকটস্থ টিসুদিগের কি পৰ্য্যন্ত ঐ হ্রাস- বিকৃতি হইয়াছে তাহ ব্যক্ত করে। এই দুই প্রকার বিকৃতি মাইক্ৰশ্বকোপের নিম্নে মাইটেল

    • © ఏ