পাতা:ড্রপ্‌সির অর্থ কি?.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ও৭ } গম্য হইত। কিন্তু তাহ না হওয়ার্চেই এই মতের দোষ দেখা যাইতেছে । হার্টডিজিজে ড্রপ্ৰসি হইলে ঐ রোগের প্রথমাবস্থায় যে ফাইব্ৰিণ সংস্থিত হয় তাহার পঠিবর্তন এবং অন্যান্য স্থানীয় সেলগ্রোথ বা কোষবৃদ্ধির বৈলক্ষণ্য হওয়াতে টিস্থ ও সেল সমুদায় শারীরিক স্বচ্ছন্দতা কিম্ব জীবন রক্ষা করিতে অপারক হয়। এক্ষণে দ্বিতীয় প্রকার হার্টডিজিজে যেরূgfড়পৃসি উৎপন্ন হয়, তদ্বিবরণে প্ৰবৰ্ত্ত হইলাম। এইরূপ do প্রমাণ ( যাহা উভয় হার্ট ডিজিজে হয় তাহ ) পশ্চাৎ লিখিব । এই দ্বিতীয় প্রকার হার্ট ডিজিজে যে ড্রপ্রসি উৎপন্ন হয় তাহার অবস্থাকে প্যাসিভ কহা যায় ; ইহা অন্যান্য যন্ত্রের ব্যতিক্রম এবং ব্যাধি বশতঃ হইয়া থাকে । e “ইস্ফিসিম এবং ক্রণিক ব্ৰঙ্কাইটিসের সহিত হার্টের দক্ষিণ পাশ্বের ডাইলেটেশনের যে সম্বন্ধ, তাহা সকলেই জ্ঞাত আছেন । অতএব তদ্বিষয় সংক্ষেপে বর্ণনা করিব | ইম্ফিসিমা রোগের অবস্থা মনোনিবেশপূৰ্ব্বক পরীক্ষা করিলে ইহা দ্বার হার্টের দক্ষিণ পাশ্বের যে ব্যাঘাত জন্মায় তাহ অনায়াসেই বুঝিতে পারা যায়। এই (ইস্ফিসিমা ) রোগে পালমোনেরি এয়ার-সেলসের বা বায়ুকোষের ডাইলেটেশন বা বিস্তৃত অবস্থা অথবা झुङ्गेीि किश्| অধিক সেল্ একত্রিত হওয়াতে ঐ সেলের প্রসারণ শক্তির হ্রাস হয় ; তাহার ভ্যাস্কিউলার লেয়ার ( যে পর্দাতে আর্টরি ভেইন থাকে তাহ ) নষ্ট হয়, এবং তদ্বারা রক্ত সঞ্চালনু না হওয়াতে ঐ সেল সমুদায় রক্ত পরিষ্কার করিতে অক্ষম হয়। মৃতদেহ বিদারণ করিয়া দেখিলে ঐ বায়ুকোষগুলিন লংসের উপরিভাগে ক্ষুদ্র২ জলবিম্বর দ্যায় দৃশ্য হয়। ক্যাপিলারি সমুদায় যে এককালে বদ্ধ হইয়া থাকে, তাহার প্রমাণ এই যে কোন তরল পদার্থ অতি স্থল পিচকারি দ্বারা তন্মধ্যে কখন প্রবেশ করান যায় না । আমি উক্ত