পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । من صيا হইতে অনতিদূরে অশোক নিৰ্ম্মিত স্তুপ। এই স্থানে ফুকালে তথাগত এক সপ্তাহ দেবগণের হিতকল্পে সুগভীর ও রহস্তপূর্ণ শাস্ত্রের ব্যাখ্যা করিয়াছিলেন । ইহার পার্শ্বে যেখানে চারিজন বুদ্ধ উপবেশন ও ভ্রমণ করিতেন, তাহার চিন্তু বর্তমান রহিয়াছে। ঐ স্তপের অনতিদূরে একটি সংঘারামে হরিত প্রস্তর নিৰ্ম্মিত বুদ্ধ-মূৰ্ত্তি প্রতিষ্ঠিত। এই মূৰ্ত্তি আটফিট উচ্চ। সমতট হইতে ৯০ • লি বা ১৮০ মাইল পশ্চিমে তাম্রলিপ্তি দেশ। চৈনিক পরিব্রাজক ইউয়ান চোয়াংএর গুরু অদ্বিতীয় শাস্ত্রজ্ঞ ও পণ্ডিত শীলভদ্র সমতটের ব্রাহ্মণ-রাজবংশে জন্ম গ্রহণ করিয়াছিলেন। ইনি অত্যন্ত জ্ঞানামুরাগী ছিলেন, বহুদূর দেশেও তাহার যশোরাশি বিস্তীর্ণ হইয়াছিল। ধৰ্ম্মতত্ত্বের অনুসন্ধানে ইনি সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করিয়াছিলেন। অতুঃপর মগধরাজ্য উপনীত হইয়া নালন্দা সংঘারামে আচাৰ্য্য ধৰ্ম্মপাল বোধিসত্বের সহিত ইহার সাক্ষাৎকার হয়। এই আচার্য্যের মুখে জটিল ধৰ্ম্মশাস্ত্রের প্রাঞ্জল ব্যাখ্যা শীলভদ্র শ্রবণ করিয়া তাহার নিকটে ধৰ্ম্মশাস্ত্র অধ্যয়ন করিতে প্রবৃত্ত হন। এই স্থানে তিনি দুরূহ সমস্তা সমূহের অধ্যয়ন ও অনুশীলন করেন। এইরূপে শীলভদ্র স্বীয় অসাধারণ প্রজ্ঞাবলে সমগ্র পণ্ডিত-মণ্ডলী-মধ্যে শীর্ষস্থান অধিকার করিতে সমর্থ হইয়াছিলেন। দূর দেশাস্তরেও র্তাহার প্রাধান্ত স্বপ্রতিষ্ঠিত হইয়াছিল। এই সময়ে দক্ষিণ ভারতের একজন বিশ্রুতনামা পণ্ডিত দিগ্বিজয় মানসে মগধে উপনীত হইয়াছিল। ভারতীর প্রিয়-নিকেতন নালন্দা সংঘারামের আচাৰ্য্য ধৰ্ম্মপাল বোধিসত্বের যশোগৌরবের খ্যাতি স্বদুর দাক্ষিণাত্যেও শ্রত হইত। এজন্ত এই পণ্ডিত প্ৰবরের আত্মাভিমান স্কুঞ্জ হওয়াতে অস্থয়া পরবশ হইয়া, ইনি দুর্গম গিরিকদের ও নদনদী সমাকুল সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া দিগন্ত-বিশ্রাত-কীৰ্ত্তি আচাৰ্য্য প্রবরের সহিত