পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় অঃ ] সেঙ্গচির বিবরণ ! సిసా সমতট-রাজের সহিত আসরফ-পুরের তাম্র-শাসনোল্লিখিত দেবথঙ্গতনয় রাজ রাজ ভট্টের একত্ব প্রতিপাদন করিতে প্রয়াসী ( ১ )। কিন্তু আমরা ইহা সমীচীন বলিয়া মনে করি না (২ )। ফরাসী পণ্ডিত মোসে সেভানিজ এই সমতট-রাজের নাম হর্ষভট বলিয়া অনুমান করেন, কিন্তু মিঃ ওয়াটাস “হো-লো-শে” এই অক্ষর ত্রয়ের মৰ্ম্ম “রাজ” শব্দ ষ্ঠোতক বলিয়া গ্রহণ করিয়াছেন। মিঃ বাল ও ওয়াটাসের মতেরই সমর্থন করিয়াছেন। তাহ হইলে সেঙ্গচির লিখিত সমতটের রাজার নাম (হোলো-শে=রাজ ; পো-তো=ভট) রাজভট বলিয়াই প্রতিপন্ন হয়। কিন্তু নাম-বাচক শব্দের লিপি মালার একাংশ, ইচ্ছামত, মৰ্ম্মার্থ দ্যোতক রূপে এবং অপরাংশ যথাযথক্রপে কেন গ্রহণ করিতে হইবে তাহ জানিবার জন্ত কৌতুহল হয়। ওয়াটাসের ব্যাখ্যা সঙ্গত বলিয়া গ্রহণ করিলেও নামের সামঞ্জস্ত ব্যতীত দেবখঙ্গ তনয় রাজ রাজ ভট্টের সহিত সেঙ্গচির লিখিত রাজভটে”র অপর কোনও সম্বন্ধের আরোপ করা যায় না। পরবর্তী সময়ে এতৎসংস্থষ্ট কোনও অভিনব তথ্য আবিষ্কৃত হইলে ও এই একীকরণের ঐতিহাসিক স্বপ্ন ফলবতী হইবে কিনা সন্দেহ । (১) বাঙ্গর জাতীয় ইতিহাস বাজনাৰাও পৃষ্ঠা (२) ७ॐ श्रशांग्र जहेवा ।