পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ ] শূৰ্ববংশাবলী । ১৩৫ কিন্তু ইহাতেও শালবান, প্রতাপ চন্দ্ৰ, তেজশেখর ও আদিশূরের পরস্পরের সম্পর্ক নির্ণীত হয় না। লঘুভারত-প্রণেতা তেজঃ শেখরকে আদিশূরের পিতা বলিয়া নির্দেশ করিয়াছেন (১)। জামন নিবাসী পণ্ডিত-প্রবর জয়সেন বিশ্বাস মহাশয় তদীয় বৈদ্যকুল চন্দ্রিক গ্রন্থে লিখিয়াছেন – “যেনানীত ৰিজাঃ পুৰ্ব্বং লক্ষ্মীনারায়ণেন চ। জয়তি প্রমহারাজ আদিশূরাখ্য কীৰ্ত্তিতঃ ॥ লক্ষ্মী নারায়ণ সন্তানে বিমলাখ্যো নৃপে মহান । কারিক কুল কর্তাসে মহাবংশস্ত সম্মতঃ ॥" অর্থাঃ—যিনি বঙ্গে ব্রাহ্মণ আনয়ন করিয়াছিলেন, র্তাহার নাম মহারাজ লক্ষ্মীনারায়ণ, তাহার উপাধি আদিশূর এবং তাহার পুত্রের নাম মহারাজ বিমল, তিনি বহুকারিক প্রণয়ন করেন, কুলীন গণ র্তাহাকে বিশেষ শ্রদ্ধা করিতেন । “সাহিত্য দৰ্পণ” প্রণেতা মহামহোপাধ্যায় বিশ্বনাথ কবিরাজ "ভূপূরকে “ভামুদেব" নামে অভিহিত করিয়াছেন, যথা :– “মম তাত পাদানাং মহাপাত্র চতুর্দশ ভাষা বিলাসিনী ভুজঙ্গ মহাকবীশ্বর শ্ৰীচন্দ্র শেখর সান্ধিবিগ্রহিকাণাং— দূর্গালঙ্গিত বিগ্রহে মনসিজং সন্মীলয়ন তেজস, প্রোদ্যদ্রাজকলো গৃহীত গরিম বিশ্বগ, বৃতো তোগিত্তি । নক্ষত্রেশরুতেক্ষণে গিরি গুরো গাঢ়াং রুচিং ধারয়ন, গামাক্রম্য বিভূতিভূষিত তনুং রাজত্যুমাবল্লভki” (১) বল্লাল মোহমুদগর ৩২৪ পৃষ্ঠা।