পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○●● ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড । বৎসরাজ ৭৮৩ খৃষ্টাব্দে জীবিত ছিলেন সন্দেহ নাই, কিন্তু সম্ভবতঃ তিনি তৎকালে ধ্রুব ধারাবর্ষ কর্তৃক পরাজিত হইয়া মরুময় প্রদেশে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন ; এবং এই সময়ে গোপালদেব স্বীয় উদেহু সাধনের অবসর প্রাপ্ত হইয়াছিলেন ( ১ )। এই সমুদয় কারণে মনে হয় ৭৮৩ খৃষ্টাব্দের কিঞ্চিৎ পূৰ্ব্বে বা ইহার সন্নিকটবর্তী কোনও সময়ে গোপালদেব সিংহাসন লাভ করিয়াছিলেন। তারানাথের মতে গোপালদেব ৪৫ বৎসর কাল রাজত্ব করিয়াছিলেন ( ২ )। মিঃ স্মিথও ইহা সত্য বলিয়া গ্রহণ করিয়াছেন। কিন্তু ইহার কোনও প্রমাণ প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু সম্ভবতঃ গোপালদেব প্রৌঢ়বয়সেই রাজ্যলাভ করিয়াছিলেন ; কারণ শক্রর আক্রমণে দীর্ণ গোড়বঙ্গকে অত্যাচারের কবল হইতে য়ক্ষা করিবার জন্ত রণনীতি বিশারদ প্রবীণবয় লোকের সাহায্যই আবর্তক হইয়াছিল। ীি: স্মিথের মতে ৮•• খৃষ্টাব্দ মধ্যে গোপাল দেবের দেহাত্যয় ঘটিয়াছিল। গোপাল-ভনয় ধৰ্ম্মপাল যে ৮ • খৃষ্টাবর মধ্যেই পিতৃ-সিংহাসনে অধিরূঢ় হইয়াছিলেন তাহা পরে প্রদর্শিত হইবে। খালিমপুরের তাম্রশাসনে গোপালের পিতামহ দক্ষিত-বিষ্ণু সৰ্ব্ব বিস্তাবিৎ ("সৰ্ব্ববিস্তাবনা ’ ) এবং তদীয় পিতা বপ্যট শক্রজিৎ ( “খতিতারাতি” ) এবং তাহার কীৰ্ত্তিমালা সাগর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল বলিয়া উল্লিখিত হইয়াছে। ৭৩৯ খৃষ্টাব্দে পূর্ব পুরুষ। গৌড় বঙ্গ কনৌজ রাজ শোবর্ষদেবের পদানত হইয়াছিল। এই সময়ে দক্ষিত-বিষ্ণু বিপুল (०) cबौक्लsiत्र वाणl २२ शृडेt 1 ।। o (*) Indian Antiquary vol IV Page 366. يوليو