পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] রাজ্যকাল । Ro ) first offered to him a chair of state, Afonso foot প্রাধান্ত ছিল, ইহাতেও তাহার পরিচয় প্রাপ্ত হওয়া যায়" (১)। দর্ভপাণির পুত্রের নাম সোমেশ্বর। তিনি সম্ভবতঃ দেবপাঙ্গেব একজন সেনাপতি ছিলেন ; কারণ গরুড় স্তম্ভ লিপিতে উক্ত হইয়াছে, “তিনি বিক্রমে ধনঞ্জয়ের সহিত তুলনা লাভের উপযুক্ত উচ্চস্থানে আরোহণ করিয়াও বিক্রম প্রকাশের পাত্রাপাত্র বিচার সময়ে ধনঞ্জয়ের দ্যায় ভ্রান্ত বা নির্দয় হইতেন না” ( ২ )। সোমেশ্বর তনয় কেদারমিশ্র দর্ভপাণির পরে দেবপালের অমাভ্যপদ প্রাপ্ত হইয়াছিলেন । “র্তাহার বিস্ফারিত শক্তি দুৰ্দ্দমনীয় বলিয়া পরিচিত ছিল। আত্মানুরাগ-পরিণত অশেয বিদ্যা যোগ্যপাত্ৰ পাইয় তাহাকে প্রতিষ্ঠা দান করিয়াছিল। তিনি স্বকৰ্ম্মগুণে দেবানরের হৃদয়-নন্দন হইয়াছিলেন” (৩)। এই মন্ত্রিবরের বুদ্ধিবলের উপাসনা করিয়া, গৌড়েশ্বর দেবপালদেব উৎকলকুল উৎকিলিত করিয়া হণ-গৰ্ব্ব থৰ্ব্বীকৃত করিয়া, এবং দ্রবিড় গুর্জরনাথ দৰ্প চূর্ণীকৃত করিয়া দীর্ঘকাল পর্যন্ত সমুদ্র-মেখলা-ভরণী বসুন্ধর উপভোগ করিতে সমর্থ হইয়াছিলেন । দর্ভপাণি, সোমেশ্বর এবং কেদার মিশ্র এই তিন পুরুষ যখন দেবপালের সমসাময়িক ছিলেন, তখন দেবপাল যে দীর্ঘকাল পর্যন্ত গৌড়বঙ্গের সিংহাসনে সমাসীন ছিলেন তদ্বিষয়ে কোনই রাজ্যকাল । সন্দেহ নাই। দেবপালদেবের মুঙ্গের লিপি তদীয় বিজয়-রাজ্যের ৩৩ সংবৎসরে উৎকীর্ণ হইয়াছে। সুতরাং দেবপালের রাজ্যকাল ৬৫ বৎসর নির্দেশ করা যাইতে (১) গৌড় লেখমালা ৭৯ পৃষ্ঠা পাদটীকা । (২) গৌড় লেখমাল, ৭৯ পৃষ্ঠা। (৬) গৌড় লেখমালা ৮• পৃষ্ঠ ।