পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম অঃ ] গুর্জরপতি ভোজদেব ও নারায়ণ পাল । s>> সমর্থ হইয়। মুদগগিরি পর্য্যস্ত অগ্রসর হইয়াছিলেন। মুদ্রগগিরিতে নারায়ণ পালের সহিত ভোজদেব এবং তদীয় সামস্ত রাজগণের ৰে সংঘর্ষ উপস্থিত হইয়াছিল, তাহাতে নারায়ণ পালই সম্ভবতঃ পরাজিত হইয়াছিলেন। কারণ ভাগলপুর তাম্রশাসনে অথবা নারায়ণ পালের পরবর্তী রাজগণের লিপিতে এরূপ কোনও কথাই পাওয়া যায় না বাহা দ্বারা গুর্জর গণের পরাজয় হুচিত হইতে পারে। পক্ষগহ্বরে ভোজদেবের সামন্ত-চক্রমধ্যে কলচুরী-বংশীয় প্রথম গুণাস্তুেধিদেব এবং মাগুবাপুরের প্রতীহার-বংশীয় কঙ্ক এই উভয় রাজার বংশধর গণের খোদিত লিপিতে গৌড়-যুদ্ধে যশোলাভের কথা উল্লিখিত রহিয়াছে। কক্কের পুত্র বাউকের চতুর্থ রাজ্যাঙ্কে উৎকীর্ণ যোধপুর শিলালিপি হইতে জানা যায় যে, কঙ্ক গৌড়ীয় গণের সহিত মুদগগিরির যুদ্ধে স্বশোলাভ করিয়াছিলেন (১)। কলচুরী বংশীয় প্রথম শঙ্করগণের পুত্র প্রথম গুণাস্তোধিদেবের অধস্তন যষ্ঠপুরুষ সরযু পারের অধিপতি সোঢ়দেবের কালগ্রামে আবিষ্কৃত তাম্রশাসন হইতে জানা গিয়াছে যে, প্রথম গুণান্তোধিদেব (প্রথম গুণ সাগর ) সংগ্রামে গৌড়-লক্ষ্মী অপহরণ করিয়াছিলেন ( ২ )। এখন দেখা যাউক, কোন সময়ে ভোজদেবও [ ১) “ততোহপি জীযুতঃ কঙ্কঃ পুত্রে জাতো মহামতিঃ । যশোমুদ্রগগিরে লন্ধং যেন গেীড়ৈ ( ; ; সমং রূপে" ॥ J. R. A. S. 1894. p. 7: (Verse. 25). ( ) তৎস্বমু $ীম ধায়াং নিধিরধিক ধিয়াং ভোজদেৰাপ্তভূমি; প্রত্যাধুত্যপ্রকার: প্রতিপৃথুৰ্যশা: শ্ৰীগুণান্ডোধি দেবঃ । যেনোদামৈকদৰ্পন্ধিপঘটিতঘটাঘাতসংগক্তমুক্তসোপাৰোদস্তুরাসিপ্রকটপৃথুপতেনহত গোঁড়লক্ষ্মীঃ ॥ Epigraphia Indica, Vol vii page 39.