৭ম অঃ ] রাষ্ট্রকূটরাজ দ্বিতীয় কৃষ্ণ ও নারায়ণ পাল। ১১৩ নাই ৷ শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন মহাশয় লিখিয়াছেন, “ত্রিপুরির ( জবলপুরের নিকটবৰ্ত্তী তেবারের ; কলচুরি-রাজ কর্ণের (১০৪২ খৃষ্টাব্দের বারাণসীতে প্রাপ্ত ) তাম্রশাসনে কলচুরি রাজ্যের প্রতিষ্ঠাতা কোকল্প সম্বন্ধে উক্ত হইয়াছে ( ১ ),— “ভোজে বল্লভরাজে গ্রহর্ষে চিত্রকূট-ভূপালে। শঙ্করগণে চ রাজনি বস্তাসাদভয়দ; পাণিঃ" ॥ (৯ শ্লোক: ) “যাহার ভূজ ভোজকে, বল্লভরাজকে, চিত্রকূটপতি শ্ৰীহৰ্ষকে এবং রাজা শঙ্কবগণকে অভয় দান করিয়াছিল"। “বিল হরিতে প্রাপ্ত শিলালিপিতে কোকল্প-সম্বন্ধে উক্ত হইয়াছে,--(২) “জিত্ব কুৎস্নাং যেন পূৰ্বামপূৰ্ব্বঙ্কাৰ্ত্তিস্তম্ভ-দ্বন্দ্ব মারোপাতে স্ম। কোস্তোদ্ভব্যান্দিগুলো কৃষ্ণরাজঃ কেীবের্যাঞ্চ শ্ৰীনিধিভোজদেবঃ” ॥ ( ১৭ শ্লোকঃ ) । “যিনি সমস্ত পৃথিবী জয় করিয়া, দুইটি অপূৰ্ব্ব কীৰ্ত্তিস্তম্ভ স্থাপন করিয়াছিলেন,—দক্ষিণদিকে প্রসিদ্ধ কৃষ্ণরাজ এবং উত্তরদিকে ঐনিধি ভোজদেব” । “দ্বিতীয় কৃষ্ণরাজ কৃষ্ণ-বল্লভ-নামেও পরিচিত। সুতরাং কোকল্পের নিকট অভয়-প্রাপ্ত বল্লভরাজ, এবং তাহার দ্বারা দক্ষিণদিকে প্রতিষ্ঠিত ক্লষ্ণরাজ একই ব্যক্তি, কোকল্পের জামাতা দ্বিতীয় কৃষ্ণরাজ। ভোজঅবই গুর্জর প্রতীহার মিহির-ভোজ ; চিত্ৰকূটপতি শ্ৰীহৰ্ষ জেলা ভুক্তির চালের বংশীয় রাজা ঐহর্ষ (৩)। এখন জিজ্ঞাস্ত, কোন }শত্রর হস্ত হইতে কোকর এই সকল প্রবল পরাক্রান্ত নরপালগণকে ( ° ) Epigraphia Indica Vol II Page 3o6. (*) Epigraphia Indica Vol I. page 256. ( ° ) Epigraphia Indica Vol II. page 3oo-3oi.
পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।