পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै२९ ঢাকার ইতিহাস । [ ২য় খণ্ড উদ্ধার সাধন পূৰ্ব্বক একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করিতে প্রয়াস পাইয়াছিলেন তৰিষয়ে কোনও সন্দেহ নাই। “প্রজাশক্তির সাহায্যে যে পালরাজবংশের অভু্যুথান হইয়াছিল, কোন আকস্মিক প্রবল বিপ্লবে তাহার পতন হইলেও প্রজা সাধারণের প্রিয় সেই পালবংশের পুনঃ প্রতিষ্ঠা হইতে বিলম্ব হয় নাই” ( )। কিন্তু অনধিকৃত বিলুপ্ত পিতৃরাজ্যের উদ্ধার সাধন করিতে যাইরা দক্ষিণরাঢ় ও বঙ্গ তাহার হস্তচু্যত হইয় পড়িয়াছিল। কারণ দক্ষিণাপথাধিশ্বর দিগ্বিজয়ী রাজেন্দ্র চোলের তিরুমলয়-লিপিতে মহীপালের সমসাময়িক ভূপতিরূপে আমরা দক্ষিণরাঢ়ে রণবকে, দণ্ডভুক্তিতে উৎকল রাজ্যের উত্তর সীমায় অবস্থিত প্রদেশ । (২) ধৰ্ম্মপালকে এবং বঙ্গাল দেশে গোবিন্দ চন্দ্রকে দেখিতে পাই। ইহার যে মহীপালের অধীনস্থ সামন্ত নৃপতি ছিলেন তাহার কোনও প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। সুতরাং আমরা অনুমান করিতে বাধা যে, মহীপাল পাল-সাম্রাজ্যের বিনষ্ট ও অপহৃত অংশের উদ্ধার সাধন করিতে সমর্থ হইলেও ভাগ্যবিপর্য্যয়ের সময়ে তাহার পিতা যে স্থানে আশ্রয়লাভ করিয়া আত্মরক্ষা করিয়াছিলেন এবং তিনি স্বয়ং উত্তরাধিকার-স্থত্রে পালসাম্রাজ্যের যে ক্ষুদ্র অংশ প্রথমে প্রাপ্ত হইয়াছিলেন তাহা রক্ষা করিতে সমর্থ হন নাই । ত্রিপুর জেলার অন্তর্গত বাঘাউরা নামক স্থানে প্রাপ্ত একটি নিহিত চরণ পদ্মে ভূভূতাং মুদ্ধি, তন্মাদভবদবনিপালঃ শ্ৰীমহীপাল দেবঃ ” গৌড় লেখমালা ৯৫, ১•• পৃষ্ঠা। ( ১ ) প্রবালী ১৩২১-কাৰ্ত্তিক, ৪৬ পৃষ্ঠা । ( & ) Mss Pal Kings of Bengal by R. D. Banerjee.