পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম অঃ] সামল বৰ্ম্ম ও বৈদিক ব্রাহ্মণ । ミふ> সে সময়ে আগমন করেন নাই । সম্বন্ধ তত্ত্বার্ণবকার মহাদেব শাণ্ডিল্যের মতে, বৈবাহিক আদান প্রদানের সুবিধা করিবার জন্ত যশোধর ১৯০২ শকে বশিষ্ঠ, শাণ্ডিল্য, ভরদ্বাজ ও সাবর্ণ এই চারি গোত্রের চারিজন ব্রাহ্মণকে আনাইয়া রাজ-সম্মানিত করিয়াছিলেন । বৈদিক-কুলদীপিকাকার রামভদ্র বলেন যে, শাকুন সত্র সম্পন্ন করিয়া যশোধর স্বদেশে গমন করেন, কিন্তু গোঁড়াগমন হেতু তথায় কেহ র্তাহাকে আদর করেন নাই, তাই ব্রাহ্মণ-প্রবর আর চারিজন বেদজ্ঞ ব্রাহ্মণ ও নিজ অমুজকে লইয়া বঙ্গে আগমন করিলেন। আবার ঈশ্বর বৈদিক কুলপঞ্জীতে লিখিয়াছেন, কালক্রমে শাকুন সত্র সম্পাদক ব্রাহ্মণ প্রবর যশোধর মিশ্রের বহু পুত্র কন্যা জন্মিল। তখন এখানে উপযুক্ত বৈদিক ব্রাহ্মণ ছিলনা, কাজেই তিনি পুত্র কন্যার বিবাহের জষ্ঠ চিন্তিত হইলেন ও অবশেষে পুনরায় কনৌজে যাওয়াই যুক্তি সঙ্গত মনে করিলেন । যাহা হউক, অবশেষে তাহার কথায় রাজা শুামল কৰ্ম্ম চারিগোত্রের চারিজন ব্রাহ্মণকে পুত্রাদি সহ আনাইয়া গ্রাম দান করিয়া তাহাতে বাস করাইলেন” । ( ১ ) । পাশ্চাত্য বৈদিকগণের যে পঞ্চ জন বঙ্গে আগমন করেন, বিভিন্ন কুল গ্রন্থে তন্মধ্যে কোন কোন ব্যক্তির নাম ও পিতৃ নামের ও পার্থক্য দৃষ্ট হয়। রাঘবেন্দ্র কবিশেখরের ভবভূমি বাৰ্ত্ত, হরিবর্শ দেবের তাম্রশাসন এবং ভবদেব ভট্টের কুলপ্রশস্তি হইতে জানা যায় যে, হ্যামল বৰ্ম্মার সময়ে বঙ্গে সাগ্নিক ব্রাহ্মণের অভাব ছিলনা ; সুতরাং গুামল বৰ্ম্ম কর্তৃক বঙ্গে বৈদিক ব্রাহ্মণ আনয়নের প্রয়োজনাভাব উপলব্ধি হয়। বস্তুতঃ বৈদিক ব্রাহ্মণগণ যখন কুলগ্রন্থ লিখিতে আরম্ভ করিয়াছিলেন, {s) बप्बग्न जोठौत्र ऐठिशन-जांक्रन कॉ०, २ब्रा:ल, ev शृ♚ ।