দশম অধ্যায়। সেন রাজগণ । বৰ্ম্ম রাজগণের প্রাধান্ত বিলুপ্ত হইলে বঙ্গে সেন রাজগণের অত্যুদয় হইয়াছিল। সেন রাজবংশ বঙ্গের শেষ হিন্দুরাজ বংশ হইলেও কিরূপে কোন দুর্লঙ্ঘ্য সুত্র অবস্থানে ইহার বঙ্গে প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন, তাহা অস্থাপি নিসংশয়ে নির্ণীত হয় নাই। পূজ্যপাদ ত্রযুক্ত অক্ষয় কুমার মৈত্রেয় মহাশয় যথার্থই লিখিয়াছেন, “জনশ্রুতি এই রাজবংশকে নানা কল্পনা জল্পনার আধার করিয়া তুলিয়াছে। এই রাজবংশের অধঃপতন কাহিনীর স্তায় ইহার অভু্যদয় কাহিনী ও প্রহেলিকা পূর্ণ হইয়া রহিয়াছে। সম্প্রতি ( কাটোয়ার নিকটবর্তী স্থানে) এই রাজবংশের দ্বিতীয় রাজা, বল্লাল সেন দেবের যে তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে, তাহাতে নানা সংশয় মুখরিত হইয়াছে” (১)। কিরূপে “দাক্ষিণাত্য ক্ষেীণীজ বংশোদ্ভব” এই সেন রাজবংশ গৌড় বঙ্গে লন্ধ-প্রতিষ্ঠ হইয়াছিলেন তৎসম্বন্ধে অনেকানেক মনীষিই অল্পাধিক পরিমাণে মস্তিষ্ক পরিচালনা করিয়াছেন। এখমও বহু পণ্ডিত গণের গবেষণার ফলে নানা প্রস্তাব উত্থাপিত হইয়৷ ঐতিহাসিক কারণ পরম্পরার মৰ্ম্মোদঘাটনের আয়োজন চলিতেছে। গৌড়ীয় পালসাম্রাজ্যের অধঃপতন সময়ে এবং বঙ্গে বৰ্ম্মরাজ গণের শাসনদও শিথিলতা প্রাপ্ত হইলেই যে এই আগন্তুক রাজবংশ শক্তি সঞ্চার করিয়া গৌড়বঙ্গে প্রতিষ্ঠালাভ করিতে সমর্থ হুইলাছিলেন ভৰিষয়ে কোনও সন্দেহ নাই।
- সেন রাজবংশের প্রথম রাজা বিজয় সেন দেবের [ রাজসাহীর
(১) গৌড়রাজ মাল—উপক্ৰমণিকা ৮ পৃষ্ঠা।