পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిసెఇ ঢাকার ইতিহাস । [ २ग्न थ७ নলিনী বাবু বলেন, “সাধারণতঃ খোদিত লিপি মাত্রেই রাজার নামের পূৰ্ব্বে “পরম ভট্টারক” “মহারাজাধিরাজ” ইত্যাদি বিশেষ৭ থাকে। এই লিপিটিতে তাহ নাই। লক্ষ্মণ সেন তখনও রাজা হন নাই। কাজেই এই সকল রাজোপাধি তাহার নামের সহিত যুক্ত হয় নাই। লক্ষ্মণ সেন তখন তিন বর্ষ বয়স্ক মাতৃ স্তন্যপায়ী কুমার মাত্র । এক বচনে লক্ষ্মণ সেনের নামের ব্যবহার তাহাই স্বচিত করিতেছে” (১) { নলিনী বাবুর যুক্তি বিচারসহ নহে, কারণ, পরম ভট্টারক, “মহারাজাধিরাজ” “প্রবদ্ধমানবিজয় রাজ্যে,” “কল্যাণ বিজয়রাজ্যে” প্রভৃতি শব্দের ব্যবহার সমুদয় শিলালিপিতেই যে উল্লিখিত হইত তাহার কোনও অর্থ নাই। এ বিষয়ের অনেক দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে । নলিনী বাবুর যুক্তি অনুসারে ঢাকার চণ্ডীমুক্তি প্রতিষ্ঠিত হইবার সময়ে লক্ষ্মণসেনকে “ভিনবর্ষ বয়স্ক মাতৃস্তন্য-পায়ী কুমার মাত্র” অনুমান করিয়! লইলে, লক্ষ্মণসেনের তৃতীয় ও সপ্তম রাজ্যাঙ্কে উৎকীর্ণ তাম্রশাসনে তাহাকে পরমবৈষ্ণব” বলিয়া পরিচিত করিবার উদ্দেশু নিরর্থক হয় । পূৰ্ব্ববঙ্গের স্থানে স্থানে, বিশেষতঃ বিক্রমপুরে, প্রাচীন দলিশাদিতে “পরগণাতি সন” বা “সন বলালি” নামক একটি সন প্রচলিত ছিল বলিয়া জানা যায়। কোন কোন দলিলে বা হস্তলিখিত পুথিতে এই সনের সহিত শকাব্দ বা বাঙ্গালী সন তারিখও নির্দিষ্ট আছে। ১৩১৪ বঙ্গাব্দের ঐতিহাসিকচিত্রে “মহারাজ রাজবল্লভ” শীর্ষক প্রবন্ধে পূজ্যপাদ প্রবীন ঐতিহাসিক ঐযুক্ত আনন্দনাথ রায় মহাশয় সম্ভবতঃ এই সনের প্রথম উল্লেখ ও সংক্ষিপ্ত জালোচনা করেন। পরে ১৩১৬ সনে বিক্রমপুরের ইতিহাস প্রণেতা শ্রদ্ধা-স্পন্ন ঐযুক্ত যোগেন্দ্রনাথ গুপ্ত এই সন-যুক্ত এক هےمعتصم بےمہ ۔انہ۔--ع------سم. ( ১ ) প্রতিজ্ঞ, ১৩১৮ পৌৰ