পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১০ম জঃ] পরগণাতি সন, সন বলালি ও লক্ষ্মণ সম্বৎ। ৩৯৩ খানি দলিল তদীয় গ্রন্থে প্রকাশ করেন (১)। লব্ধপ্রতিষ্ঠ ঐতিহাসিক শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী ১৩১৮ সনের প্রতিভা পত্রিকায় সেন রাজগণ শীর্ষক প্রবন্ধে এবং Indian Antiquary পত্রিকায় King Lakshman Sen of Bengal and his era প্রবন্ধে (২) পয়গণাতি সন সম্বন্ধে এবং ১৩২০ সনের ফাল্গুন মাসের গৃহস্থ পত্রিকার পরগণাতি সন ও সন বলালি সম্বন্ধে আলোচনা করিয়াছেন। ১৩২১ সালের কার্ত্তিক সংখ্যা ভারতবর্ষে পূজ্যপাদ শ্রীযুক্ত আনন্দনাথ রায় মহাশয় পরগণাতি সন সম্বন্ধীয় দুই খানি দলিল প্রকাশ করিয়াছেন, এই দলিলের একখানি তদীয় বারভূঞা গ্রন্থের পরিশিষ্টে সংযোজিত হইয়াছে। ১৩১৯ সালের ঢাকা রিভিউ পত্রিকার ফাল্গুন সংখ্যায়, ৪৬১ মানাঙ্ক-যুক্ত একখানি দাস খত প্রকাশ করিয়া অধ্যাপক শ্রীযুক্ত সতীশচন্দ্র মিত্র জিজ্ঞাসা করিয়াছেন, উহা “কোন সন?” পূজ্যপাদ শ্রীযুক্ত আনন্দনাথ রায় মহাশয় এই সনটীকে পরগণাতি সন বলিয়া গ্রহণ করিতে সমুৎসুক (৩)। শ্রীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী বলেন, “লক্ষ্মণ সেনের জন্মবৎসর হইতে আরদ্ধ লক্ষ্মণ সংবৎ যেমন এখনও স্থানে স্থানে প্রচলিত আছে, লক্ষ্মণসেনের রাজ্যনাশ হইতে গণিত তেমনি এক সনও পূর্ব্ববঙ্গে এই সেই দিন পর্য্যন্তও প্রচলিত ছিল। অশোক চল্লের বুদ্ধ গয়া লিপির অতীত-রাজ্য-সন এই শেষোক্ত সংবতের মানাঙ্ক ব্যতীই আর কিছুই নহে। ইহার ৫১ অতীতাব্দ এবং ৭৪ অতীতাব্দ যথাক্রমে ১২৫১ খৃষ্টাব্দ ও ১২৭৪ খৃষ্টাব্দ। পরগণাতি সনই

(১) বিক্রমপুরের ইতিহাস শ্রীযোগেন্দ্র নাথ গুপ্ত প্রণীত ৪৫ পৃষ্ঠা।
(২) Indian Antiquary, July, 1912.
(৩) ভারতবর্ষ ১৩২১, কার্ত্তিক. ৭৮১ পৃষ্ঠা।