পাতা:ঢাকার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २ } যুগ। এই যুগেই গোঁড়বঙ্গে সুপ্ত প্রজাশক্তির উদ্বোধন হইয়াছিল। এই যুগেই গৌড়বঙ্গের প্রকৃতি-পুঞ্জ মাতৃভূমিৰ “মাংগুস্তাব” বিদূরিত করিবার জন্য প্রজাশক্তির যে বিধিদত্ত অমোঘ বলের পরিচয় প্রদান ৰরিয়াছিল, জগতের ইন্বিতাসে চিরকাল তাছা স্বর্ণীক্ষরে মুদ্রিত इहेछ भक्रिद। ७हे यूशहे बलपूर्थ दत्रोच्न दिछु-बहिनौब्र बाँझ्बाग গৌড়বঙ্গের প্রাধান্ত ভারতে স্বপ্রতিষ্ঠিত হইয়াছিল। এই যুগেই গৌড়বঙ্গের শিল্পিকুল অনিন্য-সুন্দর রচনা-প্রতিভার পরিচয় প্রদান করিয়া সমগ্র ভারত চমকিত করিয়াছিল। কিন্তু দশম শতাব্দীর শেষ পাদে, বঙ্গ গৌড় হইতে বিচ্ছিন্ন হইয় সঙ্কীর্ণ ভাবে স্বাতন্ত্র্যাবলম্বন করিলে উভয় প্রদেশই হীনবল হইয়া পড়ে। দ্বাদশ শতাব্দীতে এই উভয় প্রদেশ পুনরায় এক রাজচ্ছত্র তলে সম্মিলিত হইলেও বিলুপ্ত অতীত গৌরবের পুনঃ প্রতিষ্ঠা করিতে সমর্থ হয় নাই। ত্রয়োদশ শতাকাতে গৌড় এক অভিনব বৈদেশিক রাজশক্তির পদানত হইলে নদী-মেখলা বেষ্টিত বঙ্গ বন্ধকাল পর্য্যন্ত স্বীয় প্রাধান্ত অক্ষুণ্ণ রাধিতে সমর্থ হইয়াছিল। দশম শতাব্দীর শেষ পাদে গৌড়ের আলিঙ্গন-পাণ মুক্ত করিয়া বঙ্গ স্বাতন্ত্র্য অবলম্বন করিলে, পুণ্ড বৰ্দ্ধন ভূক্তিয় অন্তঃপাতী ঐবিক্রমপুরে বঙ্গীয় রাজন্ত-বর্গের জয়স্কন্ধাবার প্রতিষ্ঠিত হইয়াছিল। ঐবিক্রমপুর কেন্দ্র হইতেই চজ-বৰ্ম্ম ও সেন রাজগণ বঙ্গের শাসন-দণ্ড পরিচালনা করিতেন । সুতরাং ঢাকার ইতিহাসকেই প্রাচীন বঙ্গের ইতিহাস বলা যাইতে পারে। গৌড় বঙ্গের ইতিহাস ভারতের ইতিহাসের সহিত এক স্বত্রে গ্রথিত । এজন্ত ভারতের ইতিহাসের সহিত যুগে যুগে সামঞ্জস্ত রক্ষা করিয়াই গৌড়বঙ্গের ইতিহাস রচনা করা কর্তব্য । এই গ্রন্থে সেই উদেপ্ত কত দূর সফলতা লাভ করিয়াছে, তাহার বিচার ভার স্বীপাঠক বর্গের উপর দ্যস্ত। o