পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় জঃ } উষ্ণোংস ও নদনদী 8& লক্ষ্যানদীই ব্ৰহ্মপুত্রের পূর্বদিকস্থ পয়ঃপ্রণালীর প্রধান প্রবাহ বলিয়৷ পরিগণিত হইয়া পড়িয়াছে। लांक्रा नौब जैौबडूनि अछि उँफ़ ७ दूझब्रांब्रिनषांछन । हेशब জল অতি নিৰ্ম্মল ও সুস্বাদু ; এজন্য এই স্বচ্ছসলিলা স্রোতস্বতী শীতললক্ষ্য নামে অভিহিত। বৰ্ম্মি, কাপাসীয়, লাখপুর, কালীগঞ্জ, রূপগঞ্জ, মুড়াপাড়া, ডেমরা, সিঞ্চুি, হাজিগা, নারায়ণগঞ্জ, মদনগর, এভৃতি বদর লাক্ষাতীরে অবস্থিত। যোগিনীতন্ত্রে প্রাগজোতিষপুরের যে সীমা নির্দেশিত হইয়াছে তাহাতে লাক্ষানীর উল্লেখ দৃষ্ট হইয়া থাকে। বুড়িগঙ্গ-বুড়িগঙ্গা ধলেশ্বরীর একটি শাখানদী। সাভার शृंनाब 8 बांझेण प्रक्रिt१ छूलतांख्रिांड निक्षप्ले शtगर्श्वघ्नौ श्हेउ शश्र्शिठ है। নারায়ণগঞ্জের ৪ মাইল পশ্চিমে ভুইরা নামক স্থানে ধলেশ্বরীতে পতিত হইয়াছে। প্রথমতঃ এই নদী কিঞ্চিং দক্ষিণপূর্বদিকে : প্রবাহিত হয়, তংপর উত্তরপূর্ববাহিনী হইয়া কেরাণীগঞ্জের নিকট হইতে শামপুর, মীরেরবাগ দিয়া ফতুল্লা পর্যন্ত পূৰ্ব্বদিকে গমন করিয়াছে। ফতুল্লার নিকট হইতে ক্রমে দক্ষিণাভিমুখে প্রবাহিত হইয়া ভবানীগঞ্জ দিয়া ভূইরা নামক স্থানে ধলেশ্বরীর সহিত পুনরায় মিলিত হইয়াছে। বুড়িগঙ্গা প্রায় ২৬ মাইল দীর্ঘ। এই নদী ২৬ মাইল দীর্ঘ ও প্রায় ৬ মাইল প্রস্থ ভূখণ্ডকে একটি দ্বীপাকারে পরিণত করিয়াছে। এই দ্বীপাকার ভূভাগই পারজোয়ার নামে অভিহিত। বুড়িগঙ্গা ক্রমে শুষ্ক হইয়া চড়া পড়িয়া যাইতেছে। কালিকাপুরাণে এই নদীর নাম উক্ত হইয়াছে। লিখিত আছে, টিকশৈলে একটি সরোবর আছে, উহার মধ্যদেশ হইতে ।