পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইণ্ড ঢাকার ইতিহাস । [*भ १ः করিয়া ছিলেন মাত্র। কারণ, এই খালের উপরে ধে একটী অতি প্রাচীন ইষ্টক নিৰ্ম্মিত ভগ্লসেতু অদ্যাপি বিদ্যমান রহিয়াছে তাছা বল্লালী পুল বলিয়া খ্যাত। উহার স্থাপত্য শিল্প দৃষ্টে উহাকে সেন রাজগণের কীৰ্ত্তির অন্যতম নিদর্শন স্বরূপই মনে হয়। যদি তাহা ছয়, তবে রাজবল্লভ বা রামদাস কর্তৃক খালটা কি প্রকারে খনিত হওয়া সম্ভব পর হয়। খালটর দৈর্ঘ্য প্রায় ১৫ মাইল হইবে। দোলাই খাল—এই খাল বালু নদী হইতে বহির্গত হইয়া ঢাকা ফরিদাবাদের নিকটে বুড়িগঙ্গার সহিত মিলিত হইয়াছে। এই খালের একটা শাখা ঢাকা সহরের মধ্য দিয়া বাবুর বাজারের নিকটে বুড়িগঙ্গা নদীতে প্রবেশ লাভ করিয়াছে (১)। দোলাই খাল ১৮৬৪ খৃঃ অবো গবর্ণমেণ্ট ব্যয়ে সংস্কৃত হয়। ১৮৬৭ খৃঃ অব্দের এপ্রিল মাস হইতে এই খালের মাগুল ধাৰ্য্য হয়। ময়মনসিংহ বাগী মহাজন গণের এই পথে মাল লইয়া যাওয়া সুবিধাজনক। ১৮৩৯ খৃঃ অন্ধে সাধারণ ব্যয়ে দোলাই খালের উপর লৌহ নিৰ্ম্মিত সেতু প্রস্তুত হয়। এই সময়ে ওয়ালটার সাহেব ঢাকার ম্যাজিষ্টেট ছিলেন। এই খাল খনন কার্যে প্রায় ২৫••• টাকা বারিত হইয়াছিল। মেন্দীখালী-কাষ্ট্ৰক্ষার টেকের নিকটে ব্ৰহ্মপুত্র হইতে বাহির হইয়া বৈদ্যের বাজারের নিকটে মেঘনাদের সহিত মিলিত হইয়াছে। তাতি বাড়ীর খাল-সোনার গায়ের অন্তর্গত "দামশরণ” বিল হইতে বালুণাই গ্রামের মধ্যদিয়া এই খালটা মেঘনাদে পতিত হইয়াছে। পূৰ্ব্বে এই খালের পাড়ে তন্তুবায়গণ বাস করিত বলিয়াই ইহা তাতীবাড়ীরথাল আখ্যা প্রাপ্ত হইয়াছে। (*), कांबा नभ्रंtङ्गग्न छैखग्न थांड,इड्रेड हेइांङ्ग 4कौ भांधी यात्रांtगब्र बषानेिब्र **ौ* बौष्ठ विणिऊ हरेद्रांइिण।