পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ অঃ ] প্রসিদ্ধ বস্তু । bూసి সমরে যে সমুদয় রাস্ত প্রস্তুত হইয়াছিল তাহার কতকাংশ এই কাচকীর দরজার সহিত পরে সংযোজিত হয় ; মৃতরাং এই রাস্তাটার সমুদয় অংশ রায় মহাশয়গণের কৃত নয়। স্থানে স্থানে যাহা আছে, তাহা পরে কোথায়ও ভগ্ন হইয় ক্ষেত্রে, কোথায়ও বা লোকালয়ে এবং অবশিষ্ট শ্বাপদ শস্কুল অরণ্যানিতে পরিণত হইয়াছে। এই রাস্তাটার উৎপত্তি সম্বন্ধে জানা যায় যে চাদ-কেদার রায়ের মাতার অদৃষ্ট গণন করিয়া কোন জ্যোতিৰ্ব্বিদ বলিয়াছিল মৎস্তের কণ্টক বিদ্ধ হইয়া তাহার মৃত্যু সংঘটন হইবে। এই কারণে কেদাররায়, জননীর জন্ত কণ্টকহীন মৎস্তের ব্যবস্থা করেন। কাচকী গুড়ানামে একপ্রকার ক্ষুদ্র মৎস্ত নদীতে পাওয়া যায়। সেই মৎস্ত পদ্ম, মেঘনাদ ও ধলেশ্বরীতে প্রত্যহ ধৃত হইয়া যাহাতে সুবিধা মত রাণীর জন্য পৌঁছিক্তে: পারে, তন্নিমিত্তই রায় মহাশয়গণ কর্তৃক এই রাস্ত প্রস্তুত হইয়াছিল। কথার মূলে যাহাই থাকুক, কাচকী মৎস্ত ধৃত করিবার ব্যপদেশে উহার স্বষ্টি এই কিম্বদন্তীই চলিয়া আসিতেছে, এবং এই জন্ত রাস্তার নাম ও “কাচকীর দরজা হইয়াছিল” (১ ) ! রেণেলের দ্বাদশ ও ষোড়শ সংখ্যক মানচিত্রে যে কয়েকটা প্রাচীন রাস্তার পরিচয় প্রাপ্ত হওয়া যায় তাহাও এস্থলে উল্লেখ করা গেল। একটী রাস্ত বুড়ীগঙ্গাতীরবর্তী গাষ্ট্রানামক গ্রামের নিকট হইতে আরম্ভ করিয়া পারজোয়ারের পূর্ব প্রান্ত স্থিত মামুরদী ও কলাতিয়া, নামক স্থানের মধ্যদিয়া ধলেশ্বরী নদীতীর পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটা কাটাখালী থালের সহিত প্রায় সমান্তরাল ভাবেই চলিয়াছে। পরে, ধলেশ্বরীর অপর পারস্থিত হিসারতপুর, রিপুস, মূলবর্গ, মন্ত্রপুর, (১) নির্খলা ১৩.৭ ৰায়ভূঞা প্রবন্ধ এটা।