পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম অঃ ] গ্রাম। ' ఉపె হরিরামপুর থানায় ৩৩৮ খানা—বষ্ক, বিটক, রাজধাড়া, খাড়াকালী, গাগ, ভূবনপুর, মানিকনগর, হরিহরীিয়, লটাখোল, গোপীনাথপুর, উজানকান্ধী, মালুচী বালিয়াকালী, বাহাদুরপুর, আধারমানিক, মৃজানগর, পাটগ্রাম, গঙ্গারামপুর, স্বতালড়ি, আজিমনগর, লক্ষ্মীকুল, কাঞ্জিকান্দ, ইব্রাহিমপুর, লেছরাগঞ্জ, ভাটিকাদি কাঞ্চনপুর, কালিকাপুর। ঘিয়র থানায় ৫৯০ খন –বরটিয়া, জিওনপুর, খলসী, চকমিরপুর, দৌলতপুর, আশাপূর, বানিয়াজুরী, ধিয়র, শ্ৰীবাড়ী, মহাদেবপুর, বামুদেববাড়ী, ঠাকুরবানী, নিলুয়া, রামচন্দ্রপুর, টেগ্রি, শিবালয়, আরিচ, ইলিচপুব, ভর, বুতুনী, ধুমুর, শিবাল, আরিচ দাসকান্দী, বাউলকান্দী, মরিচ, আরাষ্টবাড়ী, ঝাটপাল, তেওঁত, নালী প্রভৃতি । মহুকুমা বিভাগ প্রথা প্রবর্তিত হইলে ১৮৪৫ খৃঃ আন্ধের ডিসেম্বর মাসে মুন্সীগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হইয়া জেলার শাসনকাৰ্য্য ইভাগে বিভক্ত হয়। ঐ সনেরই মে মাসে মাণিকগঞ্জ মহকুমা স্থাপিত হয়। তৎকালে মাণিকগঞ্জ মহকুমা ফরিদপুর জেলার অধীন এবং মাদারিপুর মাকুমার অন্তর্গত পালঙ্গ থানার ৪৫৮ খন গ্রাম ঢাকা জেলার সামিল हिण। •v०४ थुः श्रीक भां१िकैश्च भश्कूण ७ नवांदगंब थीनांद्र कठक অংশ ফরিদপুর জেল হইতে বিচ্ছিন্ন করিয়া ঢাকা জেলার অন্তভূক্ত করা হয়। ১৮৬৬ খৃঃ অব্দে আটিয়া থান| এই জেল হইতে খারিজ श्हेब्र बल्लभननिश्श् ८श्रण[4 अशैन श्। ०४४२ भूः अङ्ग नम्नाङ्गमंगंज মহকুমা স্থাপিত হইয়া জেলার কার্য্যভার চারিভাগে বিভক্ত হইয়াছে।