পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায়। মৎস্ত, পশু, পক্ষী সরিসৃপ, প্রভৃতি । (ক) মৎস্ত । ঢাকা জেলায় প্রচুর পরিমাণে মৎস্ত প্রাপ্ত হওয়া যায়। নদী, ঝি, খাগ, পুকুর, জলাশয় প্রভৃতি নানা জাতীয় মৎস্তে পরিপূর্ণ। পশ্চিম ও দক্ষিণ ঢাকার বিল গুলি ক্রমশঃ ভরাট হইয়া যাওয়ায় মৎস্তের ংখ্যা দিন দিন হ্রাস পাইতেছে। কলিকাতা অঞ্চলে প্রত্যহ প্রচুর পরিমাণে মৎস্ত রপ্তানি হওয়ার দরুনও এতদঞ্চলবাসী জনগণ ইহার অত্যন্ত অভাব অনুভব করিতেছে। শ্ৰীহট্ট অঞ্চলের বিল সমূহ হইতে অৰ্দ্ধ উপচিত উদ্ভিজ্জ পদার্থ সমুদয় স্রোতোবেগে নীত হইয়া মেঘনাদ নদে আশ্রয় গ্রহণ করিতেছে, এজন্তই ইহার জল ঘোরতর কৃষ্ণবর্ণ ও ময়লা সংযুক্ত। মেঘনাদে মৎস্তাধিক্যের ইহাই নাকি কারণ ( ১ ) ! রঘুনাথপুরের বিলটা মংস্তের একটা নিকেতন বলিলেও অত্যুক্তি হয় না। রোতি,কাতল, মিরগেল, কালিবাউল, ভাঙ্গন, এলাগি ধুৱা, চেল, মােগে, পুষ্ট, তপূী, সরপুী, ভোল, ফেস, ইলি ( ; ) “The water of the Meghna is Geig iry hardly potable, being full of half-decayed organic matter washed down from the Sylhet jheels, and as a cons. quence there is probably no river in the world which so much abound in fishes as this river.”—Mr. A. C. Sen's Report on the Meghna. Page 3.