পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծ ՅԵ, ঢাকার ইতিহাস । [ ४१ १: মসলীনের সূত—“ঢাকার বন্ধ, শিল্পের ইতিহাস" গ্রঙ্গে, অজ্ঞাত নাম গ্রন্থকার লিথিয়াছেন যে, ১৮৪৬ খৃঃ অন্ধে এক পাউণ্ড ওজনের একফেটি স্থত। তাহার সমক্ষে পরিমাপ করা হইলে উছ ২৫• মাইল লম্বা বলিয় প্রতিপন্ন হইয়াছিল। কলের স্থত অপেক্ষ এই স্থত নরম ; কিন্তু কলের প্রস্তুত মসলীন অপেক্ষ হস্ত নির্মিত মসলীন শক্ত। একজন তন্তবায় প্রত্যং প্রাতঃকালে চরকায় স্থত কাটিয়া একমাস মধ্যে মাত্র অৰ্দ্ধতোলা পরিমিত স্বক্ষ স্বত্র প্রস্তুত করিতে সক্ষম হইত। এই প্রকার এক তোলা স্থতার মূল্য ১৮৪৬ খৃঃ অব্দে ৮ টাকা মাত্র ছিল। >v«> : ETF ffers Trigonometrcal Survey sig già প্রতীয়মান হয় যে, ব্ৰহ্মপুত্র, পদ্মা ও মেঘনাদ এই নদ নদীত্রয়ের সঙ্গমস্থলে ১৯৬• বর্গ মাইল পরিমিত ভূখণ্ড ব্যাপি প্রায় সমুদয় স্থানেই উৎকৃষ্ট মসলীন প্রস্তুত হইত ( ১ )। ঢাকা, সোণারগাও, ডেমরা ও তিতবদি নামক স্থানে সৰ্ব্বোৎকৃষ্ট মসলীন প্রস্তুত হইত। মুড়াপাড়া, বালিয়াপাড়া এবং লাক্ষ্য নদীতীরস্থ অন্তান্ত গ্রামে নানাবিধ মুসলীন সৰ্ব্বদাই প্রস্তুত হইত। আবদুল্লাপুরের রেশম ও কাপাস মিশ্রিত বস্ত্র তৎকালে বিশেষ প্রতিষ্ঠা অর্জন করিয়াছিল । কলাকোপা প্রভৃতি অঞ্চলে অপেক্ষাকৃত অপকৃষ্ট বস্ত্র প্রস্তুত হইত। হলদীয়ার ছিট ও লুঙ্গি, ঢাকা জেলায় স্থপরিচিত ছিল। অধুনা নানা কারুকার্য্য সমন্বিত মুচিকণ জামদানী ও মলমল, লপাড়া, মৈকুলী, বৈছাকের, চরপাড়াবাশটেকী, নবিগঞ্জ, উত্তর সাহাপুর, প্রভৃতি স্থানে প্রস্তুত হয়। ( » ) Vide Trigonometrical survey of India primted by order of the House of Commons, 15th April 1851, ..