পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏓr8 চাকার ইতিহাস । [:म १: ছিলেন (১)। ঐ সময়ে বিদেশীয় বণিকগণ মধ্যে ইহাদিগের প্রতিই বাণিজ্যলক্ষ্মী সুপ্রসন্না ছিলেন। কিন্তু দৈব দুৰ্ব্বিপাক বশতঃ ১৬৭২ খৃঃ অন্ধে সুবাদারের আদেশক্রমে ইহাদিগের অবাধ বাণিজ্যপ্রবাহ বাধা প্রাপ্ত হয়। ঐ সময়ে প্রকাশ্যভাবে ইহারা বাণিজ্য করিতে পারিতেন না। কিন্তু সুবাদারের আদেশের প্রতিকূলাচরণ করিয়া দেশীয় গোমস্তাগণের সাহায্যে গোপনভাবে ব্যবসায় চালাইতেও ক্ষান্ত হন নাই। ১৭৪২ খৃঃ অন্ধের বহুপূৰ্ব্ব হইতেই ওলন্দাজগণ ঢাকার কুঠী বন্ধ করিয়া দিয়াছিলেন। কিন্তু ১৭৫৩ খৃঃ অব্দে ইহারা পুনরায় চাকাতে বাণিজ্য করিতে আরম্ভ করেন। ১৭৮১ খৃঃ অব্দে ওলন্দাজগণের বাণিজ্যকুঠী ইংরেজদিগের হস্তগত হয়। ঐ সময়ে উহাদিগের বাণিজ্যকুঠীর অধ্যক্ষ ঢাকাতে ইংরেজ হস্তে বন্দী হইয়াছিলেন (২ )। বস্ত্র ব্যবসায়ে দালাল– কোম্পানীর সমুদয় মালপত্রই দালালের মধ্যস্থতায় খরিদ হইত। নির্দিষ্ট সময়ে মাল যোগাইবার জন্ত কুঠীয়ালগণ ইহাদিগকে চুক্তিতে আবদ্ধ করিতেন। তন্তুবায়গণকে অগ্রিম দাদন দেওয়ার জন্ত দালালের কোম্পানীর অধ্যক্ষগণ হইতে দ্রব্যাদির জানুমানিক মূল্যের অৰ্দ্ধাংশ কি ততোধিক গ্রহণ করিত। চুক্তি রক্ষার জন্য দালালগণ যথেষ্ট পরিমাণে জামিন দিতে বাধ্য হইত (৩) । মহামতি বার্ক লিখিয়াছেন “১৭৭৩ খৃঃ অব্দে ঢাকার বাণিজ্য দেশীয় দালালগণের মধ্যস্থতায় সম্পন্ন হইত। এই সময়ে তত্ত্ববাদিগের ( , ) “The Hollanders finding that their goods were not safe in the ordinary houses of Dacca, have built there a very fair house”Tavernier's Travels Book I. Page 103. (*) See History of the Cotton Manufacture of Dacca District. (*) See Grant's History of East India Coy. Page 67.