পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়। সাধারণ স্বাস্থ্য ও জল বায়ু। ঢাকা জেলার জল বায়ু ও সাধারণ স্বাস্থ্য মন নয়। নিম্নবঙ্গের জন্তান্ত জেলার স্থায় এখানে শীত, গ্রীষ্ম ও বর্ষ এই তিনটা ঋতুর, বিশেষতঃ বর্ষার প্রকোপ অধিকতর পরিলক্ষিত হইয়া থাকে। শীত–শীতের প্রকোপ জেলার দক্ষিণাংশ অপেক্ষা উত্তরাংশেই অধিকতররূপে অনুভূত হয়। প্রাকৃতিক নিয়মের এবম্বিধ তারতম্য অক্ষাংশের পার্থক্যহেতুই যে সংঘটিত হয়, তাহা নহে। জেলার দক্ষিণভাগ নদীসম্বুল ; পক্ষান্তরে উত্তরভাগ বৃক্ষরাজিন্সমাচ্ছন্ন। জেলার উত্তরাংশের শীতাতিশয্যের ইহাই নাকি প্রধান কারণ। শীতকালে তাপমান যার ৮৭৮ ডিগ্রীর অধিক এবং ৫% ডিগ্রীর নুন তাপ এই জেলায় পরিলক্ষিত হয় না। শীতকালে এট জেলায় কোনও কোনও স্থানে ম্যালেরিয়া জরের প্রাদুর্ভাব দৃষ্ট হয়। আশ্বিন, কাৰ্ত্তিক ও চৈত্র মাসে কলেরা আরম্ভ হইয়া থাকে। মাঘ মাসে বৃষ্টিপাত হইলে রবিশস্য ভাল জন্মে। শীতকালে পশ্চিম, উত্তর এবং পশ্চিমোত্তর কোণ হইতে বাতাস বহিতে থাকে। শীতের প্রারম্ভে প্রথমতঃ পশ্চিমদিক হইতে বাতাস বহে। পীতবৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতির পরিবর্তন সংসাধিত হইয় ক্রমে ক্রমে উত্তরদিক হইতে বহিতে থাকে। শীতের প্রাচুর্য্যবশতঃ স্থাপত্তন দ্বারা শস্তানির বিষয় অবগত হওয়া যায় না। জগ্ৰায়ণ হইতে ফাৰ্বন মাস পর্য্যন্ত গীত স্থায়ী থাকে। ১৩১১ সনের